Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

সিলেটে ঝড়োহাওয়ার গতিতে ছুটছে করোনা, এক দিনেই আক্রান্ত দুই শ’!


‘রেড জোন’ সিলেটে করোনা যেন ছুটছে ঝড়োহাওয়ার গতিতে। একদিকেই পজেটিভ শনাক্ত হলেন দুই শতাধিক। যা সিলেট অঞ্চলে এখন পর্যন্ত সর্বোচ্চ করোনা আক্রান্তের রেকর্ড। এতে সিলেটবাসীকে চরম আতঙ্ক ঘিরে ধরেছে।

গতকাল সোমবার (১৫ জুন) সিলেট বিভাগে নতুন করে ২০৬ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৮২, সুনামগঞ্জে ৭৮, হবিগঞ্জে ২২ ও মৌলভীবাজারে ২৪ জন। তবে গতকাল সিলেট বিভাগে করোনায় কেউ মারা যাননি।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (১৬ জুন) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট আক্রান্ত হয়েছেন মোট ২৬১২ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৪৯৫, সুনামগঞ্জে ৬৪১, হবিগঞ্জে ২৬১ ও মৌলভীবাজার জেলায় ২১৫ জন।

এদিকে, সিলেট বিভাগে করোনামুক্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২২ জন। এর মধ্যে সিলেটে ৮ ও সুনামগঞ্জে ১৪ জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫৫৯। এর মধ্যে সিলেটে ১৯৬, সুনামগঞ্জে ১৩১, হবিগঞ্জে ১৫৭ ও মৌলভীবাজারে ৭৫ জন।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে আরও জানা গেছে, গত ১০/৩/২০২০ ইংরেজি তারিখ হতে আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ১৪৩৭৩ জনকে এবং কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১৩০০০ জনকে।

বর্তমানে হোম কোয়ারেন্টিনে অবস্থান করছেন ১৩৭৩ জন। এর মধ্যে সিলেটে ৫৬০, সুনামগঞ্জে ৪৯০, হবিগঞ্জে ২৮ ও মৌলভীবাজারে ২৯৫ জন।

এ পর্যন্ত হাসপাতালে কোয়ারেন্টিনরত আছেন বিভাগের ২৬৮ জন। এর মধ্যে সিলেটে ৮০, সুনামগঞ্জে ৩৩, হবিগঞ্জে ১২৮ ও মৌলভীবাজারে ২৮ জন। তারা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসাধীন।

এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা কারো প্রাণ কেড়ে নেয়নি। তাই গতকাল পর্যন্ত সিলেট বিভাগে মৃতের সংখ্যা যা ছিলো তাই আছে। এ পর্যন্ত সিলেটে মোট মত্যু হয়েছে ৫৪ জনের। এর মধ্যে সিলেট জেলায় ৪২, সুনামগঞ্জে ৪, হবিগঞ্জে ৪ ও মৌলভীবাজারে ৪ জন।
-সিলেটভিউ২৪ডটকম

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.