Beanibazarview24.com






বগুড়ায় বিপ্লব নামে এক তরুণ ব্রাজিল সমর্থন ছেড়ে দিয়ে আর্জেন্টিনায় যোগ দিয়েছেন। মেসির খেলায় মুগ্ধ হয়ে তিনি আর্জেন্টিনা সমর্থন শুরু করেছেন বলে জানান। এর আগে সেভেনআপ দিয়ে মুখ ধুয়ে ও কুলি করে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীতে যুক্ত হয়েছেন তিনি।




জানা গেছে, বিপ্লব আগে ব্রাজিল দলের কট্টর সমর্থক ছিলেন। কিন্তু চলতি কাতার বিশ্বকাপে ব্রাজিলের পারফরমেন্স তাকে চরম হতাশ করেছে। আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীতে যুক্ত হওয়ার আগে তিনি ব্রাজিলের পতাকার রঙের শার্ট পরে এলাকায় ঘুরতেন।




“সেভেন আপ দিয়ে মুখ ধোয়া ও কুলি করার কারণ হিসেবে বিপ্লব জানান, জার্মানির কাছে ব্রাজিল গোল খেয়েছিল সাতটি। আর এটাই ছিল ব্রাজিলের দুর্বল দিক। এ দুর্বলতা কাটিয়ে ফিরতে পারেনি ব্রাজিল।
আর মেসির খেলা আমার খুব ভাল লেগেছে, এ জন্য আমি মেসির আর্জেন্টিনায় যোগ দিয়েছি।”
Comments are closed, but trackbacks and pingbacks are open.