Beanibazarview24.com






মাত্র ১৬ বছর বয়সে লম্বা চুলের বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতের গুজরাটের নীলাংশী প্যাটেল। নীলাংশীর চুল এখন এতটাই লম্বা যে তার চুলের নাম উঠেছে গিনেস বুক অব ওয়ার্ল্ডে।
সম্প্রতি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ নীলাংশীর চুলকে তাদের তালিকায় অন্তর্ভূক্ত করেছে। তার চুলের দৈর্ঘ্য ৫ ফুট ৭ ইঞ্চি। আর তাই বিশ্বের সব থেকে লম্বা চুলের অধিকারিণী হিসেবে গিনেস ওয়ার্ল্ডের খেতাব দেয়া হয়েছে তাকে।
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষকে নীলাংশী বলেন, ছোট থাকতে একবার চুল কেটেছিলাম। চুল কাটা শেষে খুব বিরক্ত হয়েছিলাম। নিজের চুল দেখে রাগ হয়েছিল আমার। তারপর থেকেই চুল কাটানো বন্ধ করে দেই। এরপর আর কোনদিন আমি চুল কাটাই নি।
এত লম্বা চুল কীভাবে সামলান এমন প্রশ্নের উত্তরে নীলাংশী বলেন, সপ্তাহে একবার চুলে শ্যাম্পু করেন তিনি। আর এত লম্বা চুল আঁচড়াতে সাহায্য করেন তার মা।
অনেক মনে করেন এত লম্বা চুল সামলাতে নিশ্চয়ই অনেক সমস্যায় পড়তে হয় আমাকে। কিন্তু আমার সত্যিই কোনও সমস্যা হয় না।
Comments are closed, but trackbacks and pingbacks are open.