Beanibazarview24.com






বেথনালীগ্রীনের গ্লোব রোডে বাংলাদেশি নারী ইয়াসমীন হ.ত্যার সাথে জড়িত ব্যাক্তির নাম কাইয়ূম মিয়া। পুলিশের দেয়া তথ্য মতে তার জন্ম ৩০ সেপ্টেম্বর ১৯৮১ সালে। তার বয়স ৪০। তার বিরু.দ্ধে হ.ত্যা ছাড়াও ডা.কাতি ও দুটি মিথ্যা তথ্যের অভিযোগ দায়ের করা হচ্ছে। সে হোমারটন এলাকার হাইষ্ট্রিটে থাকে।




কাইয়ূম মিয়াকে আজ বার্কিং সাইড ম্যাজিষ্ট্রেট কোর্টে তুলা হবে। এই তথ্যগুলো দিয়েছে মেট্রোপলিটন পুলিশ। এদিকে এই তথ্য থেকে বুঝা যায় ভূয়া কোন পরিচয় দিয়ে বাসায় ঢুকে কাইয়ূম মিয়া হ.ত্যা ও ডা.কাতি করে।




২৪ মার্চ দুপুরে ২টা থেকে ৩টার মধ্যে কোন এক সময়ে এই ডা.কাতি ও হ.ত্যার ঘটনাটি ঘটে বলে ধারনা করা হচ্ছে। নিহ.ত ইয়াসমীন বেগমের পোষ্ট মর্টেম হয়েছে গত শনিবার, সেখানে জানা গেছে শরীরে শার্প বা ধারালো কিছু দিয়ে শরীরে বেশ কয়েকটি আঘা.তের চিহ্ন পাওয়া গেছে।




২৪ মার্চ সকালে স্কুলে বাচ্চাদের দিয়ে আসলেও দুপুরের পর স্কুল ছুটি হলে আর বাচ্চাদের আনতে যাননি। তারপর স্কুল থেকে ফোন করলে ইয়াসমীন ফোন না ধরায় পুলিশ কল দেয়া হয়। ৪.০৬ মিনিটে পুলিশ সেই বাসার সামনে গিয়ে দরজা ভেঙে প্রবেশ করে ইয়াসমীনের মৃ.তদেহ দেখতে পায়।




এরপর হ.ত্যা ত.দন্ত শুরু হয়। এই ঘটনার ৬০ ঘন্টা পর রবিবার সকালে অভিযুক্ত সন্দেহে কাইয়ূম মিয়াকে ধরা হয়। এরপর পুলিশের রিমান্ড শেষে ২৮ মার্চ সোমবার তাকে কোর্টে তুলে অভিযোগ দায়ের করা হবে।
নিহ.ত ইয়াসমীন সিঙ্গেল মাদার ও দুটি শিশু সন্তান নিয়ে গ্লোব রোডের রজার্স এষ্টেটের বাসায় থাকতেন। তার বাংলাদেশের বাড়ী হবিগঞ্জের আউশকান্দি এলাকায়।
Comments are closed, but trackbacks and pingbacks are open.