Sunday, July 6, 2025

Top 5 This Week

Related Posts

তুলশী গ্যাবার্ডের সামনেই এবার ভারতে সংখ্যালঘু মুসলিমদের ওপর নির্যাতন!

সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলশী গ্যাবার্ড। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্প প্রসাশনের উদ্বেগের কথাও জানান তিনি। ভারতের পক্ষ নিয়ে যেভাবে তাদের মিথ্যা ছড়ানো প্রোপাগাণ্ডা নিয়ে কথা বলেছেন এবার সেই ভারতে বসেই তিনি দেখলেন কিভাবে সংখ্যালঘুদের ওপর নীপিড়ন চালাচ্ছে ভারতের কট্টর হিন্দুত্ববাদিরা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুসলিম নিধনের জন্য নিজ দেশেই পরিচিত কসাই হিসেবে। তার সময়ে যেভাবে দেশজুড়ে বেড়েছে মুসলিমদের ওপর অন্যায় অত্যাচার তা ভারতের ইতিহাসে কোন সরকারের সময়ই হয়নি। এবার ৩ দিনের রাষ্ট্রীয় সফরে দিল্লিতে অবস্থানকালেই মাহারাষ্ট্রের নাগপুরে ঘটতে থাকা সাম্প্রদায়িক দাঙ্গার চাক্ষুস স্বাক্ষী হলেন তুলশী গ্যাবার্ড।

উগ্র হিন্দুত্ববাদি সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ও এর সাথে আরও কয়েকটি হিন্দুত্ববাদি সংগঠন মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবিতে বিক্ষোভ করে এবং সমাধির পুস্পস্তলিকা পুড়িয়ে দেয়। অগ্নিকাণ্ড, ভাঙচুর ছাড়াও মুসলমানদের ওপর নেক্কারজনক হামলার ঘটনাও ঘটায় তারা। বর্তমানে সেখানে কারফিউ চলছে। এখন কি এসব দেখবেন তুলশী গ্যাবার্ড? নাকি তিনি এরপরও গলা ফাটাবেন মুসলিম নিধনকারী উগ্রবাদের জনক নরেন্দ্র মোদির হয়ে?

এইতো কদিন আগে ভারতে হোলি উৎসবকে কেন্দ্র করে মুসলিমদের ওপর মসজিদের সামনেই হামলা চালাতে দেখা যায় উগ্র হিন্দুত্ববাদিদের। এমনকি মোদির অন্যতম আস্থাভাজন একজন পুলিশ কর্মকর্তা সরাসরি মুসলিমদের জুম্মার নামাজে বাঁধা হয়ে দাঁড়ায়।

শুধু কি এতটুকু? শেষ পর্যন্ত হোলি উৎসবকে কেন্দ্র করে পবিত্র রমজান মাসেই মুসলিমদের উপাসনালয় মসজিদ ঢেকে দেয় ত্রিপল দিয়ে। এটা সেই ভারত যেখানে ঐতিহাসিক বাবরি মসজিদ গুঁড়িয়ে দিয়ে স্থাপন করা হয়েছে রাম মন্দির। এছাড়াও আরও অসংখ্য মসজিদ গুঁড়িয়ে দেয়ার খবর পাওয়া যায় কসাই নরেন্দ্র মোদির শাসনামলে।

তুলশী গ্যাবার্ডকে দিয়ে ভারত তার স্বার্থ হাসিলের অপচেষ্টায় লিপ্ত। ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালানোর পর থেকেই বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু নির্যাতনের মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে ভারত। সর্বশেষ মোদি আমেরিকা সফরকালে বাংলাদেশ ইস্যু নিয়ে ট্রাম্পের মনোযোগ আকর্ষণ করে। কিন্তু তখন ট্রাম্প তাতে সায় দেয়নি আর তাই এবার মার্কিন গোয়েন্দা প্রধান তুলশী গ্যাবার্ডকে দিয়ে বাংলাদেশ নিয়ে উদ্ভট মন্তব্য করিয়ে ভারত তার স্বার্থ হাসিলের চেষ্টা করছে বলেই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের।

ইসলাম বিদ্বেষী মোদির দেশে সংখ্যালঘু মুসলিমদের ওপর নির্যাতনের ভয়াবহ চিত্র খুব কাছ থেকে দেখলেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলশী গ্যাবার্ড। এবারও কি তবে তিনি চুপ থাকবেন? নাকি উদ্বেগ জানাবেন?

Popular Articles