Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ‘শপ’ ফিচার চালু করেছে ফেসবুক

Facebook has launched a 'shop' feature for small businesses


অনলাইনভিত্তিক ব্যবসা বা অনলাইন বিজনেস কার্যক্রমের পরিধিকে আরো বেগবান ও ফলপ্রসু করতে মঙ্গলবার লাইভে এসে ‘শপ’ সুবিধা চালুর ঘোষণা দেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। ফেসবুকের বিজনেস পেজে নতুন এই সুবিধা যুক্ত করা যাবে।

যারা এতদিন তাদের ব্যবসা সংক্রান্ত ফেইসবুক পেজ পরিচালনা করতেন, তারা চাইলে তাদের সেসব পেজকে নিজ প্রতিষ্ঠানের নামেই ফেসবুক শপে রূপান্তর করতে পারবেন। ফলে গ্রাহক বা ক্রেতারা সহজেই তার প্রয়োজনীয় পণ্য খোঁজা থেকে শুরু করে অর্ডারও করতে পারবেন।

সাধারণত ই-কমার্স বা কেনাকাটার সাইটগুলোতে যেভাবে পণ্য দেখা ও কেনার জন্য অর্ডার করা যায়, অনেকটা সেভাবেই এখান থেকে কেনাকাটা করা যাবে। মূল্য পরিশোধেরও ব্যবস্থা থাকছে এখানে। এছাড়া ডেলিভারি সংক্রান্ত তথ্যও থাকবে ফেসবুক শপে।

করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে ফেসবুকের নতুন এই সুবিধাটি বেশ কার্যকর ভূমিকা পালন করবে বলে অনেকেই মনে করছেন। একই সঙ্গে ফেসবুকের জনপ্রিয়তার কারণে এর শপগুলোও জনপ্রিয় হয়ে ওঠবে—এমনটা মনে করাও খুব স্বাভাবিক।

প্রসঙ্গত, ফেসবুকের পাশাপাশি তাদের আরেক জনপ্রিয় সেবা ইনস্টাগ্রামেও ‘শপ’ ফিচার যুক্ত করা হয়েছে।

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.