Beanibazarview24.com






সারারাত নাচলেন ঢালিউড চিত্রনায়িকা শবনম বুবলী। কোনো আনন্দ উপলক্ষ্য নয়, তার এই নাচ সিনেমার গানের শুটিংয়ে। সম্প্রতি বিএফডিসির ভেতরে সেট সাজিয়ে রাতভর শুটিং করা হয় ‘লোকাল’ ছবির একটি গানের।




গানের কথা কিছুটা এমন, ‘চাট্টি গাট্টি রেডি কর/রাস্তা মাইপা সইরা পর’। এমন চটকদার বাক্যের সঙ্গে কোমরে ঢেউ তুলেছেন শ খানেক তরুণ-তরুণী। পরনে তাদের বাহারি রঙের জমকালো পোশাক। মধ্যমণি হিসেবে নজর কাড়ছেন বুবলী। তাকে সঙ্গ দিচ্ছেন চিত্রনায়ক আদর আজাদ।




গানের দৃশ্যে রেলস্টেশনের পাশে অবস্থিত এলাকার দৃশ্য দেখানো হবে। সেভাবেই সেট ডিজাইন লক্ষ করা গেছে। বিএফডিসির ভেতরে রেলস্টেশন। এই স্টেশন কেন্দ্র করে বসেছে দোকান পাট। সাইবোর্ডে লেখা লক্ষীবাজার স্টেশন।




বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত ১২টায় বিএফডিসির জহির রায়হান কালার ল্যাব অডিটোরিয়ামের সামনে দেখা গেল এই চিত্র। নির্মাতা সাইফ চন্দন জানান, সন্ধ্যা থেকে শুরু হয়েছে গানের শুটিং। চলবে ভোর পর্যন্ত। শতাধিক কলাকুশলী অংশ নিয়েছেন এতে।

‘লোকাল’ ছবিতে বুবলীকে দেখা যাবে রুপালি চরিত্রে। কালো রঙের পার্টি পোশাকে নাচে অংশ নেওয়া বুবলী বলেন, ‘এই ছবিতে আমি রুপালি। সন্ধ্যা থেকে গানটির শুটিং করছি। কতক্ষণ লাগবে বুঝতে পারছি না।’




ছবির গল্প সম্পর্কে কিছুটা ধারণা দিলেন পরিচালক চন্দন। তার কথায়, “লোকাল’ পলিটিক্যাল থ্রিলার ঘরানার একটি গল্প। চিত্রনাট্যে রয়েছে নতুনত্ব। একটি মফস্বল এলাকার মানুষের সংগ্রাম, জীবন-যাপনসহ তাদের নানা সংস্কৃতি তুলে ধরা হবে। এতে এলাকার মাস্তান টাইপ ছেলের চরিত্রে অভিনয় করছেন আদর আজাদ। তার চরিত্রের নাম গোলাপ।”
উল্লেখ্য, ‘লোকাল’ বুবলী-আজাদ জুটির দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে তাদেরকে একসঙ্গে প্রথম দেখা যায় ‘তালাশ’ ছবিতে। ছবিটি প্রযোজনা করছে টাইগার মিডিয়া।
Comments are closed, but trackbacks and pingbacks are open.