Beanibazarview24.com






কাঁচের বক্সের ভেতরে রাখা সাত কেজি ওজনের একটি স্বর্ণের বার। ভেতরে হাত ঢোকানোর জন্য একপাশে একটি ছিদ্র রয়েছে। সেদিক দিয়ে স্বর্ণের বারটি যিনি বের করতে পারবেন, তিনিই সেটির মালিক হবেন।
এমন অফার পেলে যে কেউ একবার চেষ্টা করতে পিছপা হবেন না। চিত্রনায়িকা অপু বিশ্বাস ও বিদ্যা সিনহা মিমও বেশ উৎসাহ নিয়ে সেই চেষ্টা চালিয়েছেন। তবে দুজনই ব্যর্থ হয়েছেন।
অপু বিশ্বাস বলেন, ‘স্বর্ণ বা জুয়েলারির পাগল কোনো মেয়ে নয়, এটা একেবারেই ভুল ধারণা। আমার মা মারা যাওয়ার আগে একটা মালা কিনেছিলেন। কিছুদিন আগে আমার আলমারিতে যখন সেটি দেখলাম, তখন মা থাকাকালীন সময়টা অনুভব করেছি।’
মেয়েদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা তোমাদের বাবা, স্বামী, প্রেমিক বা কাছের মানুষদের বলো, ভালোবাসা দিবসের স্মৃতি ধরে রাখতে অবশ্যই স্বর্ণের কিছু একটা কিনে উপহার দিতে।’
অন্যদিকে বিদ্যা সিনহা মিম বলেন, ‘যখন আমাকে স্বর্ণের বারটি বের করতে বলা হলো, তখন ভেবেছিলাম আমি সেটি পারব।
কিন্তু যখন স্বর্ণের বারটা তুলতে গেলাম, তখন মনে হলো সেটার ওজন আমার থেকেও বেশি। অনেকক্ষণ চেষ্টা করলাম, কিন্তু আমার এই চিকন হাতে সেটা সম্ভব হলো না। আমার মনে হয়, আমি এটা বের করতে পারলে ইতিহাস হতো।’
তিনি আরও বলেন, ‘একটা মেয়ে যখন পরিপূর্ণ হতে থাকে তখনই গয়নার প্রতি ভালো লাগা শুরু হয়। আমার বিয়ের আগে আগে এই ভালো লাগাটা আরও বেশি হয়েছিল।’
Comments are closed, but trackbacks and pingbacks are open.