Tuesday, August 26, 2025
Home Blog Page 78

সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদের জামাত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার নামাজ পড়লেন মৌলভীবাজার জেলার শতাধিক পরিবারের মুসল্লি। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। দীর্ঘ ১৬ বছর ধরে এখানে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে।

রোববার সকাল ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা নামক বাসায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

নামাজে বিভিন্ন এলাকা থেকে আগত নারী ও পুরুষ মুসল্লিরা অংশ নেন। নামাজে ইমামতি করেন আব্দুল মাওফিক চৌধুরী (পির সাহেব উজান্ডি)।

মুসল্লিরা আগামীতে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে সবাই একত্রে একই দিনে ঈদের নামাজ আদায় করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। অনেক দূর-দূরান্ত থেকে এমনকি পার্শ্ববর্তী জেলা থেকেও মানুষ এখানে নামাজ পড়তে আসেন।

সিলেটে বাস-লেগুনা সংঘর্ষে প্রাণ গেল ২ যুবকের

সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী এলাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের লামাকাজী এলাকার সিরাজপুর সাহেবনগর পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দক্ষিণ সুনামগঞ্জের পাইকাপন এলাকার কৌসর আলম ছেলে শাহিন মিয়া (২৮) এবং একই এলাকার বদরুল আলমের ছেলে শিব্বির আহমেদ (৪২)।

এ ঘটনায় আহত লেগুনার চালক নাইম (১৮) এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ওসি রমা প্রসাদ চক্রবর্তী বলেন, দুর্ঘটনাকবলিত লেগুনা ও বাসটিকে পুলিশ জব্দ করেছে। ঘটনার পর থেকে বাসের চালক পলাতক রয়েছে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিনজন বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে দেশটির আল আলিফ শহরে এ দুর্ঘটনা ঘটে। তারা তিনজনই চাঁদপুরের হাইমচর উপজেলার বাসিন্দা।

শুক্রবার সকাল ১০টার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ২নং আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান পাটোয়ারী।

নিহতরা হলেন- উপজেলার ৩নং দক্ষিণ আলগী ইউনিয়নের চরভাঙ্গা গ্রামের ইসমাইল ছৈয়ালের ছোট ছেলে সাব্বির, একই ইউনিয়নের বর্ডারফুল এলাকার জামাল চৌকিদাদের ছেলে সবুজ চৌকিদার ও ২নং আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়নের কমলাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রিফাত।

আতিকুর রহমান পাটোয়ারী বলেন, তারা তিনজন সৌদি আরবের আল আফিফ শহরে কর্মরত ছিলেন। সেখানেই সড়ক দুর্ঘটনায় তিনজন মারা যান। তাদের লাশ দেশে আনার জন্য যোগাযোগ করা হচ্ছে।

‘১৩০ বছর বয়সে’ হজ, জেদ্দা বিমানবন্দরে অভ্যর্থনা

এবারের সবচেয়ে বয়স্ক হাজির নাম সারহোদা সাতিত। আলজেরিয়া থেকে আগত এই নারীর বয়স ১৩০ বছর বলে দাবি করা হচ্ছে। এত বয়স হওয়া সত্ত্বেও হজের প্রতি তার সংকল্প সারা বিশ্বের মানুষের মনোযোগ আকর্ষণ করেছে।

মঙ্গলবার (১১ জুন) জেদ্দা বিমানবন্দরে পৌঁছলে তাকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করা হয়।

সৌদি সংবাদমাধ্যম আল-আরাবিয়ার খবরে বলা হয়, হজ পালনে প্রবীণ এ নারীর দৃঢ়তা সবাইকে মুগ্ধ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার হজযাত্রার প্রশংসা করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে ওই নারীকে হুইলচেয়ারে করে নেওয়া হচ্ছে।
‘১৩০ বছর বয়সে’ হজ, জেদ্দা বিমানবন্দরে অভ্যর্থনা
এ সময় বিমানবন্দরের কর্মকর্তাদের তাকে ফুলের মালা পরিয়ে দিতে দেখা যায়। তখন সংশ্লিষ্টদের কল্যাণ চেয়ে ওই নারী বলতে থাকেন, ‘মহান আল্লাহ সৌদি আরব ও এর জনগণের সুরক্ষা করুন।’

হজ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। আর্থিক ও শারীরিকভাবে সক্ষম মুসলিম পুরুষ-নারীর ওপর জীবনে একবার হজ করা ফরজ। আগামী ১৪ জুন থেকে হজ শুরু হচ্ছে। প্রতিটি দেশের হজযাত্রীদের জন্য নির্ধারিত সংখ্যক কোটা রয়েছে। সৌদির কর্মকর্তারা জানিয়েছেন গতকাল মঙ্গলবার (১১ জুন) পর্যন্ত ১৫ লাখের বেশি বিদেশি হজযাত্রী সৌদিতে এসে পৌঁছেছেন।

সৌদির সরকারি তথ্য অনুযায়ী, এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজ করবেন প্রায় ২০ লাখ মুসল্লি। গত বছর এই সংখ্যা ছিল ১৮ লাখের কিছু বেশি।


সূত্র: আল-আরাবিয়া, গালফ নিউজ, সিয়াসাত ডেইলি, সৌদি গেজেট

মিসরের সেই ছোট্ট হাজি ইয়াহিয়া আর নেই

সামাজিক যোগাযোগ্য মাধ্যমে ব্যাপক পরিচিত মিসরের ছোট্ট হাজি ইয়াহিয়া মোহাম্মদ রমজান ইন্তেকাল করেছে।

মঙ্গলবার আরবি সংবাদমাধ্যম ‘অ্যারাবি২১’ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ছোট্ট ইয়াহিয়ার মৃত্যুতে তার মাতৃভূমি মিসরের কুফর আল শেখে চলছে শোকের মাতম।

হঠাৎ কীভাবে ইয়াহিয়ার মৃত্যু হলো এ নিয়ে শোনা যাচ্ছে নানা গুঞ্জন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোও এ নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছে।

সংবাদমাধ্যম আল-খালিজ দাবি করেছে যে- ‘বাবা-মায়ের হজ পালনের সময় উচ্চ তাপমাত্রা সহ্য করতে না পেরে শিশুটি মারা যায়।’

তবে, মিসরীয় সংবাদমাধ্যম ‘আল-ওয়াতান’ শিশুটির এক স্বজনের সূত্রে বলেছে, মা-বাবার হজ পালনের সময় তাপমাত্রা সহ্য করতে না পেরে ইয়াহিয়ার মৃত্যু হয়েছে- বিষয়টি সঠিক নয়। বরং সত্য ঘটনা হলো- বাবার কর্মসূত্রে ইয়াহিয়া তার পরিবারের সাথে সৌদি আরব থাকত। সে যখন তার ভাইবোনদের সাথে তাদের ফ্ল্যাটের ছাদে খেলছিল, তখন হঠাৎ ছাদ থেকে পড়ে যায় সে এবং পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আল-ওয়াতান জানায়, ইয়াহিয়ার ওই স্বজন আরো নিশ্চিত করেছেন যে- জানাজা শেষে সৌদি ভূখণ্ডেই তাকে দাফন করা হয়েছে। আর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ইয়াহইয়ার ছবি সাম্প্রতিক সময়ের নয়; বরং আরো আগের, তার মা-বাবার সাথে ওমরা করার সময়ে তোলা হয়েছিল এগুলো।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়েছে যে- কুদৃষ্টির নেতিবাচক প্রভাবে ইয়াহিয়ার মৃত্যু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি পোস্ট ছড়িয়ে পড়েছে। যার বাংলা অনুবাদ এমন- ‘কুদৃষ্টি সত্য। হারাম শরিফে মিসরের কনিষ্ঠ হাজি ইয়াহিয়া মোহাম্মদ মৃত্যুবরণ করেছে। ইয়াহিয়ার মা ইহরাম পরিহিত ছোট্ট ছেলের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পরই সে মারা যায়। মা-বাবার সাথে হজ করার সময় প্রচণ্ড গরম সহ্য করতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়ে ইয়াহিয়া মোহাম্মদ।’

মুসলিম ছেলেকে বিয়ে করার সিদ্ধান্তে কি খুশি নন সোনাক্ষীর বাবা?

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের ‘দাবাং’ গার্ল সোনাক্ষী সিনহা। আগামী ২৩ জুন ‘ডবল এক্স এল’ কো-স্টার জাহির ইকবারের গলায় মালা দেবেন নায়িকা। জাহির একজন মুসলিম। অন্যদিকে সোনাক্ষী হিন্দু ধর্মের। দুই বছর চুটিয়ে প্রেম করার এবার তাদের চার হাত এক হওয়ার পালা।

যদিও বিয়ে নিয়ে এখনো মুখে কুলুপ সোনাক্ষী-জাহিরের। তবে মেয়ের বিয়ে নিয়ে মুখ খুলেছেন সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিনহা। তার কি এই বিয়েতে কোনো আপত্তি আছে?

‘খামোশ’ তারকা শত্রুঘ্ন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তার কোনো ধারণাই নেই মেয়ের বিয়ে নিয়ে। মিডিয়া সোনাক্ষীর বিয়ে নিয়ে যতটুকু জানেন, কনের বাবা হিসাবে তার কাছে নাকি সেই তথ্যই রয়েছে।

সম্প্রতি ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের আসানসোল থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে বড় ব্যবধানে বিজয়ী হওয়া শত্রুঘ্ন বলেন, ‘আমি এই মুহূর্তে দিল্লিতে রয়েছি। ভোটের ফল বেরোনোর পর এখানে উড়ে এসেছি। আমি কারও সঙ্গে কথা বলিনি মেয়ের বিয়ের পরিকল্পনা নিয়ে।’

তিনি বলেন, ‘যদি প্রশ্ন হয়, সোনাক্ষী কি বিয়ে করছে? বলব, আমাকে সে এখনো কিছু জানায়নি। মিডিয়াতে যেটুকু পড়েছি সেইটুকুই জানি। যদি এবং যখন সে আমাকে এবং আমার স্ত্রীকে সবটা জানাবে তখন আমি নিঃসন্দেহে দম্পতিকে আমার আর্শীবাদ দেব। আমি চাই, মেয়ে সবসময় খুশি থাকুক।’
মুসলিম ছেলেকে বিয়ে করার সিদ্ধান্তে কি খুশি নন সোনাক্ষীর বাবা?
শত্রুঘ্ন সিনহা আরও বলেন, মেয়ের সিদ্ধান্তে পূর্ণ আস্থা রয়েছে তার। তিনি জানান, ‘মেয়ে বড় হয়েছে, জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার মতো পরিণত সে।’

আসানসোলের তারকা সাংসদ বলেন, ‘কাছের মানুষজন জিজ্ঞেস করছে, মিডিয়া এই বিয়ের ব্যাপারে জানে, আর আমি জানি না কেন। এটুকুই বলব, আজকালকার বাচ্চারা বাপ-মা’র অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করে না, শুধু জানিয়ে দেয়। আমরাও অপেক্ষা করছি, ওদের সিদ্ধান্তটা জানার।’

অভিনেতা এটাও জানান, মেয়ে কোনোদিন কোনো অসাংবিধানিক কিংবা বেআইনি সিদ্ধান্ত নেবে না। প্রাপ্তবয়স্ক হিসাবে সোনাক্ষীর পূর্ণ স্বাধীনতা রয়েছে বিয়ে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার। মেয়ের বিয়ের খবর সত্যি হলে প্রথম সারিতে দাঁড়িয়ে নাচবেন বলেও জানান শত্রুঘ্ন সিনহা।

সিলেটে এক মাসে সড়কে গেল যত প্রাণ

সিলেটে আশঙ্কাজনকহারে বেড়েছে সড়ক দুর্ঘটনার সংখ্যা। কোনো কোনো দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যাচ্ছে পুরো পরিবারের লোকজন। আহত হচ্ছেন শত শত মানুষ।

চলতি বছরের মে মাসে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে হতাহতের সংখ্যা কিছুটা কমেছে। মে মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দূর্ঘটনায় ২৭ জন নিহত ও ৭০ জন আহত হয়েছেন। এ প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

আজ বুধবার (১২ জুন) সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে সর্বশেষ গত সোমবার সিলেটের দক্ষিণ সুরমা থানার নাজিরবাজার এলাকায় ট্রাকচাপায় বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল আলম খাঁন (৭০) মৃত্যু হয়।

পুলিশ জানায়, সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি নাজিরবাজারে সড়ক পারাপার হচ্ছিলেন। এসময় সিলেটগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে রাত ৯টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

একই দিন সিলেট-তামাবিল মহাসড়কে ফের দুর্ঘটনায় পাঁচজন আহত হর। সোমবার দুপুরে (১০ জুন) মহাসড়কের গোয়াইনঘাট উপজেলার বাঘের সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। পিকআপভ্যান ও যাত্রীবাহি লেগুলার ও একটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটেছে।

সিলেটে ভূমিধস: তিনজনের মরদেহ উদ্ধার

সিলেটে টিলা ধসে মাটিচাপা পড়ে নিখোঁজ স্বামী-স্ত্রী এবং তাদের দুই বছরের শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে সেনাবাহিনীর উদ্ধারকারী দল।

মাটিচাপা পড়ার প্রায় সাড়ে ৭ ঘণ্টা পর সোমবার (১০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া তিনজন হলেন– চামেলিবাগ এলাকার ২নং রোডের ৮৯নং বাড়ির মৃত রফিক উদ্দিনের ছেলে করিম উদ্দিন (৩১), তার স্ত্রী শামীমা আক্তার রোজী (২৫) এবং তাদের দুই বছর বয়সী শিশুসন্তান তানি। তাদের লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সিলেটে ভূমিধস: তিনজনের মরদেহ উদ্ধার
এর আগে, ভোরে চামেলীবাগ এলাকায় টিলা ধসে মাটিচাপা পড়েন একই পরিবারের সাতজন। তাৎক্ষণিকভাবে চারজনকে উদ্ধার করেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, সিটি করপোরেশনের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। এরপর উদ্ধারকাজের সঙ্গে যুক্ত হয় সেনাবাহিনী।

স্থানীয়রা জানান, ভোর থেকেই নগরে ভারি বৃষ্টি হচ্ছে। এতে ৩৬ নম্বর ওয়ার্ডের চামেলীবাগ এলাকায় একটি টিলাধস হয়। এ সময় টিলার পাশের টিনশেডের একটি বাসায় মাটিচাপা পড়েন এক পরিবারের সাতজন সদস্য।

কল্কি ২৮৯৮ এডি’র পোস্টারে নজর কাড়লেন দীপিকা

বলিউড অভিনেত্রী দীপিকা পডুকোনের আসন্ন সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’-এর নতুন পোস্টার গতকাল রোববার উন্মুক্ত হয়েছে। রবিবার এক্স হ্যান্ডেলে (টুইটার) সিনেমাটির প্রযোজনা সংস্থা বৈজয়ন্তী মুভিস পোস্টারটি রিলিজ করেছে। ক্যাপশনে লিখেছে,‘আশা তৈরি হচ্ছে তাঁর সঙ্গে। কল্কি ২৮৯৮ এডি-এর ট্রেলারটি আগামীকাল প্রকাশিত হবে।’

দীপিকা নিজেও পোস্টারটি নিজের ইন্সটাগ্রামে শেয়ার করেছেন। পোস্টারে দীপিকাকে দেখে উদ্বিগ্ন ও হতাশ দেখাচ্ছে। সে জীর্ণ সিঁড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। তাঁর পিছনে আরও বেশ কয়েকজনকে দেখা যাচ্ছে। দীপিকার পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁর স্বামী, অভিনেতা রণবীর সিং। সবসময়ের মতো স্ত্রীর প্রশংসা করে তিনি লেখেন, ‘বুম (ফায়ার ইমোজি) অসম্ভব সুন্দর!’

অনেকেই দীপিকার এই পোস্টারে মন্তব্য করেছেন। একজন ব্যক্তি লিখেছেন, ‘দীপিকা,আপনি আক্ষরিক অর্থে সিনেমা এবং আমার হৃদয়ে রাজত্ব করছেন।’ অন্যদিকে আরও একজন লেখেন, ‘সেরা পোস্টার…’। কারোর কথায়, সেই ভিডিও গেম টাইপের পোস্টারগুলোর চেয়ে অনেক ভালো’ কারোর মন্তব্য, ‘বাহ পোস্টারের গুণমান এবং ভিজ্যুয়াল সত্যিই অসাধারণ।’

উন্মাদনা এখানেই শেষ নয়, একজন লিখেছেন,‘মাদার আর আর আর, (মা) অসম্ভব সুন্দর দেখাচ্ছে, আমি এটা নিয়ে খুবই উত্তেজিত। হলিউড, আমরা তোমাকে শাসন করতে আসছি’। অন্য এক নেটিজেনের কথায়,‘অনবদ্য পোস্টার। অবশেষে রানি হাজির। এটা এখনও পর্যন্ত সেরা। দীপিকা ভক্তরা সকলে অপেক্ষায় রয়েছেন।’

সায়েন্স ফিকশন থ্রিলার ‘কল্কি ২৮৯৮ এডি’-এর বহু প্রত্যাশিত ট্রেলারটি আজ সোমবার (১০​​ জুন) মুক্তি পেতে চলেছে। সিনেমাতে অন্যতম প্রধান চরিত্রে রয়েছেন অমিতাভ বচ্চন, প্রভাস, কমল হাসান এবং দিশা পাটানি। ছবিটি পরিচালনা করেছেন নাগ অশ্বিন। ফিল্মটিকে একটি পৌরাণিক কাহিনী-অনুপ্রাণিত সাই-ফাই এক্সট্রা ভ্যাগাঞ্জা বলে দাবি করা হচ্ছে। বৈজয়ন্তী মুভিজ প্রযোজিত সিনেমাটি এই বছরের ২৭শে জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।

ভিডিও : মসজিদ থেকে জুতা চুরি, প্রবাসীকে দেশে ফেরত পাঠাচ্ছে কুয়েত

মসজিদ থেকে জুতা চুরির দায়ে এক প্রবাসীকে তার নিজ দেশে ফেরত পাঠাচ্ছে কুয়েত। অভিযুক্ত ওই প্রবাসী মিসরের নাগরিক এবং জুতা চুরির দায়ে তাকে ইতোমধ্যেই গ্রেপ্তারও করেছে দেশটির কর্তৃপক্ষ।

রোববার (৯ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, সালমিয়া এলাকার একটি মসজিদ থেকে জুতা চুরির অভিযোগে এক মিসরীয় প্রবাসীকে গ্রেপ্তার করেছে কুয়েত কর্তৃপক্ষ। অপরাধ তদন্ত বিভাগের সাথে সমন্বয় করে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্তের পর গ্রেপ্তার করে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রনালয়।

অভিযুক্ত ওই প্রবাসীর বিরুদ্ধে একাধিক চুরি এবং বিশ্বাসভঙ্গের ঘটনাসহ অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার ইতিহাস রয়েছে বলে জানা গেছে।

গালফ নিউজ বলছে, অপরাধের ঘোষণার অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওই প্রবাসীর একটি ছবিও প্রকাশ করা হয়েছে। তার বিরুদ্ধে বিচারাধীন মামলার রেজোলিউশন অনুসরণ করে ওই ব্যক্তিকে কুয়েত থেকে নির্বাসন তথা নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়াও, মসজিদ থেকে জুতা চুরির ঘটনার একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে, মিসরের ওই লোকটি জুতা চুরির কাজে লিপ্ত রয়েছেন।