Friday, July 4, 2025

Top 5 This Week

Related Posts

সিলেটে বাবার সঙ্গে ডাক্তার দেখাতে গিয়ে স্কুলছাত্রী নিখোঁজ

সিলেটে বাবার সঙ্গে ডাক্তার দেখাতে গিয়ে ১৫ দিন থেকে নিখোঁজ রয়েছেন মাহি আক্তার নামে এক স্কুল ছাত্রী। এ ঘটনায় সিলেট কোতোয়ালী মডেলে থানায় একটি সাধারণ ডায়েরি করেছে ঐ ছাত্রীর পরিবার।

মাহি আক্তার মহানগরীর মির্জাজাঙ্গল বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। তিনি মহানগরীর শেখঘাট এলাকার নাজিম উদ্দিনের মেয়ে।

নিখোঁজ ছাত্রীর বড়ভাই রাজিব আহমদ সিলেটভিউকে জানান, গত ১৯ আগস্ট (সোমবার) সকালে বাবাকে নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার দেখাতে গিয়েছিলো সে। পরে তাকে হাসপাতালের নিচতলা রেখে দুইতলায় গিয়েছিলেন বাবা। পরে তিনি ফিরে আর তাকে (মাহি আক্তার) পাওয়া যায়নি। আমরা সব জায়গায় খোঁজ নিয়েছি। কিন্তু পাইনি। থানায় একটি সাধারণ ডায়েরীও করেছি। কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না।

এ ব্যাপারে সিলেট কোতোয়ালী মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুনু মিয়া বলেন, থানা পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে।

Popular Articles