Thursday, September 12, 2024
Homeআলোচিতকোটা আন্দোলন: আমিরাতে আটক বাংলাদেশিদের শাস্তি মওকুফ

কোটা আন্দোলন: আমিরাতে আটক বাংলাদেশিদের শাস্তি মওকুফ

কোটা আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় দায়ে আটক বাংলাদেশিদের শাস্তি মওকুফ করে দেশে পাঠিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ওই সময় আরব আমিরাতে ৫৭ জন বাংলাদেশি আটক হয়েছিলেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান তাদেরকে ক্ষমা করেছেন। ওই বাংলাদেশিদেরকে শিগগিরই বাংলাদেশে পাঠানো হবে।

কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গেল ১৯ জুলাই সংযুক্ত আরব আমিরাতে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি বিক্ষোভ করেন। ওই ঘটনার পর ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন দেশটির একটি আদালত। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

এদিকে মঙ্গলবার মধ্যপ্রাচ্য-ভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে জানায়, ইউএই’র অ্যাটর্নি-জেনারেল চ্যান্সেলর ড. হামাদ আল শামসি সাজা কার্যকর বন্ধ এবং ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরুর আদেশ জারি করেছেন।

অ্যাটর্নি-জেনারেল সংযুক্ত আরব আমিরাতের সব বাসিন্দাকে সে দেশের আইনকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন এবং জোর দিয়ে বলেছেন যে, মতামত প্রকাশের অধিকার রাষ্ট্র এবং এর আইনি কাঠামো দ্বারা সুরক্ষিত।

তিনি আরও বলেরন, রাষ্ট্র মতামত প্রকাশের জন্য আইনানুগ উপায় সরবরাহ করে এবং এই অধিকারটি নিশ্চিত করে, যাতে জাতি ও এর জনগণের স্বার্থের ক্ষতি হতে পারে এমন কর্মে পরিণত না হয়।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Last Post