বিয়ানীবাজার
বিয়ানীবাজারে পুলিশের অভিযানে ৫ জন গ্রেফতার

বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভূক্ত ২, নিয়মিত মামলার ১ জন ও মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ৩ জনসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে বিয়ানীবাজারের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- দুবাগ ইউনিয়নের বাঙ্গালহুদা গ্রামের আইছ আলীর পুত্র জুয়েল আহমদ, দক্ষিণ পাড়িয়াবহরের আনছার আলীর পুত্র আফতাব আলী, ঘুঙ্গাদিয়া নয়াগাঁওয়ের সিরাজ উদ্দিনের পুত্র রুহুল আমিন মিছবাহ, নয়াগামের মৃত আতর আলীর পুত্র দিলকদর ও বড়লেখা চান্দগ্রামের আব্দুল আজিজের পুত্র হোসেন আহমদ।
এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বিশেষ অভিযান পরিচালনাকালে পারিঃ জারী-২৫২/২৩ মামলার বিজ্ঞ আদালতের পরোয়ানাভূক্ত আসামী জুয়েল আহমদ, জিআর-১২১/২৩ মামলার বিজ্ঞ আদালতের পরোয়ানাভূক্ত আসামী আফতাব আলী, বিয়ানীবাজার থানার মামলা এজাহার নামীয় আসামী রুহুল আমিন মিছবাহ (৩০) কে গ্রেফতার করা হয়।
এছাড়াও সহকারী কমিশনার ভূমি কাজী শারমিন নেওয়াজ মোবাইল কোর্ট পরিচালনা করে গাঁজা সেবনের অভিযোগে লাউতা ইউনিয়নের দক্ষিণ পাড়িয়াবহর মৃত আনছার আলীর ছেলে আফতাব আলী, পৌরসভার নয়াগ্রাম এলাকার মৃত আতর আলীর ছেলে দিককদর ও বড়লেখা উপজেলার চান্দগ্রাম এলাকার আব্দুল আজিজের পুত্র হোসেন আহমদকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারা মোতাবেক ১৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী বলেন, গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আলোচিত
বিয়ানীবাজারে সরাসরি ভোটে কলেজ ছাত্রদলের সভাপতি রাহিম, সম্পাদক রায়হান

সরাসরি ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিয়ানীবাজার সরকারি কলেজ শাখার সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। বিপুল সংখ্যক ভোটার গোপন ব্যালটের এই নির্বাচনে অংশ নেয়। এতে ছাত্রী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ভোট গ্রহণের প্রায় দুই সপ্তাহ পূর্ব থেকে ছাত্রত্ব আছে, এমন ভোটারদের দলে ভেড়ায় ছাত্রদল।
বুধবার সকাল ১০টা থেকে কলেজ ক্যাম্পাসে ভোটগ্রহণ শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ৩১৯জন ভোটারের মধ্যে ২ শতাধিক ভোটার তাদের অধিকার প্রয়োগ করেন। বিয়ানীবাজার সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক পদে পৃথক ৩টি প্যানেল প্রতিদ্বন্ধিতা করে। এতে সভাপতি পদে রাহিম হোসেন এবং সাধারণ সম্পাদক পদে রায়হান আহমদ জয়লাভ করেন।
ভোট গ্রহণ কাউন্সিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক ইব্রাহিম ক্বাদরী, সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ ও সাধারণ সম্পাদক দেলোওয়ার হোসেন দিনার।সিলেট জেলা ভ্রমণ প্যাকেজ
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিন, প্রচার সম্পাদক ফয়েজ আহমদ, সাবেক জেলা ছাত্রদল নেতা নুরুল আমীন, ফাহিম শাকিল অপু, জানে আলম, কামাল হোসেনসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ নির্বাচনী কার্যক্রম পরিদর্শন করেন।
দীর্ঘ দেড়যুগ পর প্রত্যক্ষ উপায়ে ছাত্রদলের বিয়ানীবাজার সরকারি কলেজ শাখা কমিটি গঠনের এ প্রক্রিয়ায় স্থানীয় জাতীয়তাবাদী পরিবারে বেশ উদ্দীপনা লক্ষ করা গেছে।
আলোচিত
বিয়ানীবাজারে ম্যুরাল ও ফলক ভাঙচুর, পৌর কর্মচারি পুলিশের হেফাজতে

বিয়ানীবাজার উপজেলা কমপ্লেক্সের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও পুরাতন ভবনের সম্মুখে থাকা শেখ হাসিনার উদ্বোধন সংক্রান্ত নামলফলক ভেঙ্গে দিয়েছে ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরের পর হাতুড়ি-শাবল দিয়ে ম্যুরাল ভাঙচুর করা হয়। এর আগে পৌরশহরে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। তারা ‘মুজিব বাদ মুর্দা বাদ, ইনকিলাব জিন্দাবাদ, দিলী না ঢাকা, ঢাকা ঢাকা’সহ শেখ হাসিনা ও আওয়ামী লীগ বিরোধী স্লোগান দেন। এদিন বিকাল পৌনে ৫টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স প্রাঙ্গনে থাকা শেখ মুজিবুর রহমানের মুর্যাল বুলডোজার দিয়ে ভেঙ্গে ফেলা হয়।
দুপুরে পৌরসভা কার্যালয়ের সম্মুখে থাকা পৃথক আরেকটি উদ্বোধনী ফলক ভাংচুর করা হয়। তখন ঘটনাস্থলে উপস্থিত পৌরসভার নকশাকার আশরাফুল ইসলাম মারধরের শিকার হন। তাকে মারধরের পর পুলিশের হাতে তোলে দেয়া হয়।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক গোলাম মুস্তাফা মুন্না জানান, আচমকা কিছু যুবক এসে ভাঙুর করে। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।
আলোচিত
বিয়ানীবাজারের যুবকসহ চো’র-চক্রের চার সদস্য আ’ট’ক, তিন মোটরসাইকেল উদ্ধার

জুড়ীতে অভিযান চালিয়ে চুরি হওয়া তিনটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এসময় মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (২ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার হয়। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন জুড়ী উপজেলা জায়ফরনগর ইউনিয়নের দিঘলবাগ গ্রামের সবু মিয়ার ছেলে তায়েফ হোসেন (৪০), বেলাগাঁও গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মোঃ ইব্রাহিম (৩৬), বিয়ানীবাজার উপজেলার মুল্লাপুর ইউনিয়নের আষ্টসাংগন গ্রামের কবির আহমেদের ছেলে আবু সুফিয়ান (২০), সিলেটের জকিগঞ্জ উপজেলার কাদিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আলী হোসেন (৩০)।
উল্লেখ্য, বিগত তিন থেকে চার মাসে জুড়ী উপজেলার বিভিন্ন জায়গা থেকে ৩৫-৪০ টি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় আন্ত:জেলা চোর চক্রের সদস্যরা। মোটরসাইকেল চোর গ্রেফতারের খবর পেয়ে রাতেই থানায় বিভিন্ন সময় জুড়ী উপজেলার বিভিন্ন জায়গা থেকে চুরি হওয়া মোটরসাইকেলের মালিকরা এসে ভীড় করেন। এসময় তারা তাদের চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে পুলিশের সহায়তা চান।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ জানুয়ারি উপজেলার জায়ফরনগর ইউনিয়নের শাহপুর গ্রামের ফটিক মিয়ার পুত্র আবুল কালামের বাড়ী থেকে রাতে তার ব্যবহৃত মোটর সাইকেলটি চুরি হয়। এরপর বিভিন্ন স্থানে মোটরসাইকেলটি খোঁজাখুঁজি করে না পেয়ে রবিবার (২ ফেব্রুয়ারি) তিনি বাদী হয়ে জুড়ী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) কামরুল ইসলামের নির্দেশনায় ও থানার ওসি মোঃ মুরশেদুল আলম ভূঁইয়ার নেতৃত্বে এসআই মোঃ মামুন মিয়া, এসআই পঙ্কজ দাস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তায়েফ হোসেন ও ইব্রাহিমকে গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্য মতে চুরির সাথে জড়িত থাকার অভিযোগে আবু সুফিয়ান ও আলী হোসেনকে গ্রেফতার করার পাশাপাশি তিনটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃত চারজনের মধ্যে তিনজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় এবং বাকি একজন আসামী মোঃ ইব্রাহিমকে বিয়ানীবাজার থানায় মোটরসাইকেল চুরির আরেকটি মামলায় বিয়ানীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, গ্রেপ্তারকৃতরা মোটরসাইকেল চোরচক্রের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের নিকট থেকে চোরচক্রের বিষয়ে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ও চোরচক্র সম্পর্কে আরো তথ্য জানতে গ্রেপ্তারকৃতদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হচ্ছে।
আলোচিত
বিয়ানীবাজারে কলেজছাত্রী ৫ দিন থেকে নিখোঁজ— সন্ধান চায় পরিবার

বিয়ানীবাজার সরকারি কলেজের এক ছাত্রী বিগত ৫ দিন ধরে নিখোঁজ বলে জানিয়েছেন তার পিতা মিছবাহ উদ্দিন। তিনি জানান, গত সোমবার তার অনার্স পড়ুয়া মেয়ে সকালে বাড়ি থেকে কলেজের উদ্দ্যেশ্যে বেরিয়ে আর বাড়িতে ফিরেনি।
কান্নাজড়িত কন্ঠে তিনি জানান, কেউ যদি উল্লেখিত সংবাদে দেয়া ছবির মেয়েকে দেখে থাকেন তবে সংবাদে থাকা নাম্বার অথবা বিয়ানীবাজার থানায় যোগাযোগ অনুরোধ করেন সেই পিতা।

বিয়ানীবাজারে কলেজছাত্রী ৫ দিন থেকে নিখোঁজ— সন্ধান চায় পরিবার
নিখোঁজ হওয়া ছাত্রীর নাম মারুফা আক্তার মাহিমা, সে বিয়ানীবাজার পৌরশহরের দাসগ্রামের মিছবাহ উদ্দিনের মেয়ে, এবং বিয়ানীবাজার সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞানের প্রথম বর্ষের শিক্ষার্থী।
যোগাযোগের নাম্বার ০১৮১৯ ৭২৯২৬৭
আলোচিত
প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে গেলেন বিয়ানীবাজারের এম এ বাতিন আহমদ

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির মধ্যে বাংলাদেশীদের একজন হয়ে উপস্থিত ছিলেন বিয়ানীবাজারের সন্তান কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয় সম্পাদক এম এ বাতিন আহমদ। তার বাড়ি বিয়ানীবাজার উপজেলার তিলপারা ইউনিয়নের দাসউরা গ্রামে।
গত ২০ জানুয়ারি সোমবার ২০২৫ ইং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহন অনুষ্ঠানে অংশগ্রহন করে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি।
ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে তার উপস্থিতি বাংলাদেশ এবং বিয়ানীবাজারের মানুষের জন্য সম্মানজনক বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশীরা।
এম এ বাতিন দীর্ঘদিন থেকে যুক্তরাষ্ট্র এ বসবাস করে আসছেন। দেশে থাকাকালী সময় ছাত্র রাজনীতি ও ব্যবসার সাথে জড়িত ছিলেন।
তিনি বাংলাদেশ ছাত্রদল বিয়ানীবাজার বাজার রাখার যুগ্ম আহবায়ক ছিলেন,পরবর্তীতে কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং বর্তমানে সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হিসেবে রয়েছেন। রাজনিতির পাশাপাশি মানুষের জন্য তিনি কাজ করতে চান।
বিয়ানীবাজার
বিয়ানীবাজারে মাদরাসা ছাত্রের লাশ নদী থেকে উদ্ধার

কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যাওয়ার ২৭ ঘণ্টা পর হাফিজ সালমান আহমদ (১৪) নামের মাদরাসাছাত্রের লাশ পাওয়া গেছে। শনিবার (৩০ নভেম্বর) বেলা আড়াইটার দিকে সিলেটের বিয়ানীবাজার উপজেলার আঙ্গুরা মুহাম্মদপুর এলাকার মাদরাসা খেওয়াঘাট এলাকায় নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
সালমান আঙ্গুরা মুহাম্মদপুর গ্রামের হাফিজ আব্দুল ফাত্তাহ’র ছেলে ও সিলেট জামেয়া দ্বিনিয়া মাদরাসার ছাত্র। তিনি সদ্য হিফজ সম্পন্ন করেছেন।
স্থানীয় সূত্র জানায়, সালমানের বাড়ির পাশ দিয়েই কুশিয়ারা নদী বয়ে গেছে। শুক্রবার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী পুরান মাদরাসা খেওয়াঘাট এলাকায় নদীতে গোসল করতে নামেন হাফিজ সালমান। কিন্তু সাতার না জানায় তিনি তলিয়ে যান।
এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ ও স্থানীয় জনতা সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি করেও তার দেহ উদ্ধার করতে পারেনি। পরে শনিবার বেলা আড়াইটার দিকে ঘটনাস্থলের অদূরে ভেসে উঠলে এলাকাবাসী সালমানের নিথর দেহটি উদ্ধার করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাফিজ আব্দুল ফাত্তাহ’র ঘনিষ্টজন জমিয়তে ইসলাম নেতা লুৎফুর রহমান।
তিনি বলেন- ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের আবেদন করা হবে।
এদিকে, হাফিজ সালামনের এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
- আন্তর্জাতিক11 months ago
বাংলাদেশিদের জন্য সহজ হচ্ছে ব্রাজিলের ভিসা
- বিনোদন11 months ago
জীবনযাপন আর খাদ্যাভ্যাস নিয়ে যে তথ্য জানালেন অপু বিশ্বাস
- প্রবাস5 months ago
স্থায়ী হওয়ার আশায় কানাডায় পাড়ি দিয়ে হতাশায় ডুবছেন বাংলাদেশিরা
- বিশেষ প্রতিবেদন11 months ago
বাড়ছে নদীর পানি, সিলেটে আগাম বন্যার শঙ্কা
- সিলেট6 months ago
সিলেটের গোলাপগঞ্জে স্ত্রীর হাতে মসজিদের ইমাম খুন
- বিনোদন6 months ago
আমি একটা ছাগল, এবার আমি মানুষ হব ইনশাআল্লাহ: মাহি
- প্রবাস5 months ago
কানাডায় শিক্ষার্থীদের জন্য ওয়ার্ক পারমিটের নতুন নিয়ম
- আন্তর্জাতিক5 months ago
১৪ দেশের শিক্ষার্থীদের দুঃসংবাদ দিল কানাডা