Sunday, July 13, 2025

Top 5 This Week

Related Posts

বিয়ানীবাজারে ভাই ভাতিজাদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু

বিয়ানীবাজারের লাউতা ইউনিয়নের বাহাদুরপুর উত্তর গাংপার এলাকায় পারিবারিক বিরোধের জেড়ে ভাই ও ভাতিজাদের হামলায় আহত ফয়জুর রহমান মাখন নিহত হয়েছেন।

তিন সপ্তাহের বেশি সময় চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার বিকাল ৪টা ৩০ মিনিটের সময় সিলেটের এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে তিনি মৃত‍্যুবরণ করেন।

জানা যায়, ফয়জুর রহমান মাখন নিজ ঘরের পাশে আরেকটি কক্ষ নির্মাণের সময় ভাই, ভাতিজার সাথে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এর এক পর্যায়ে মাথায় আঘাত পেলে ফয়জুর রহমান মাখন মাটিতে লুটিয়ে পড়েন। আহত অবস্থায় প্রথমে বিয়ানীবাজার উপজেলা হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন‍্য সিলেট পাঠানো হয়েছিল।

প্রত‍্যক্ষদর্শীরা জানান, ঘর নির্মাণকালে ছোট রফিক উদ্দিন কটইয়ের দুই ছেলেসহ রফিক নিজে মারধর করেন। এক পর্যায়ে উত্তেজিত হয়ে লোহার একটি লাঠি দিয়ে রফিক উদ্দিন কটই আঘাত করলে সেটি ফয়জুর রহমান মাখনের মাথা লাগে।

বিয়ানীবাজার থানার ওসি আশরাফুজ্জান বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে এক ছেলেসহ রফিক উদ্দিন কটই জেল হাজতে রয়েছেন।

Popular Articles