Monday, July 21, 2025

Top 5 This Week

Related Posts

জুড়ীতে বন্যার পানিতে পড়ে এক ছাত্রের মৃত্যু

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বন্যার পানিতে পড়ে এক ছাত্রের আকস্মিক মৃত্যু হয়েছে।

জানা যায়, উপজেলার জাফর নগর ইউনিয়নের মনতৈল গ্রামের মোঃ পাখি মিয়া মিয়ার ছোট ছেলে জালালিয়া হাফিজি মাদ্রাসার ছাত্র মো রিয়াদ আহমদ (১৩) সোমবার (২ জুলাই) বিকেলে বন্ধুদের সাথে কাপনা পাহাড় চা বাগানের গাছ থেকে পাখির বাচ্চা সংগ্রহ করতে গিয়েছিল।

সেখান থেকে আসার পথে অনুমান বিকেল ৪ টা ৩০ মিনিটের সময় বন্যার পানিতে ডুবে যাওয়া রাস্তায় হঠাৎ পা পিছলে সে পানিতে পড়ে যায়। তখন সাঁতার জানা না তাকায় পানির স্রোতে সে ভেসে যায়। পরে তার সাথে থাকা সহকর্মীদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে তাকে উদ্ধার করে জুডী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জুড়ী থানার ওসি মোরশেদুল ইসলাম ভূঁইয়া এ বিষয়টি নিশ্চিত করে বলেন, এটা বড় দুঃখজনক। বন্যার পানি এসেছে। এ ব্যাপারে তিনি সকলকে সাবধান থাকতে অনুরোধ করেছেন।

Popular Articles