ট্রাম্পের সিদ্ধান্ত কার্যকরের আগেই মা হওয়ার দৌড়ে ভারতীয়রা

ট্রাম্পের সিদ্ধান্ত কার্যকরের আগেই মা হওয়ার দৌড়ে ভারতীয়রা

জন্মসূত্রে আমেরিকার নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিলের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ ফেব্রুয়ারি এই ঘোষণা কার্যকর হতে পারে। এ কারণে ওই সময়ের আগেই বাচ্চা জন্ম দিতে চাইছে ভারতীয়রা। এ জন্য তারা বেছে নিচ্ছে প্রিটার্ম সি­-সেকশন (আগাম প্রসব) পদ্ধতি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়া টুডে বলছে, শপথ নেওয়ার দিনই জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল সংক্রান্ত আদেশে সই করেন ট্রাম্প। এতে বলা হয়, অবৈধভাবে কিংবা শিক্ষা ও পর্যটনসহ সাময়িক ভিসায় যুক্তরাষ্ট্রে এসে সন্তান জন্ম দিলে শিশু মার্কিন নাগরিকত্ব পাবে না। তবে মা-বাবার কেউ মার্কিন নাগরিক হলে সন্তান জন্মের পরই মার্কিন নাগরিক বলে স্বীকৃতি পাবে।

ট্রাম্পের এই অভিবাসনবিরোধী পরিকল্পনার ফলে যুক্তরাষ্ট্রে অবস্থানরত অনেকেই সংকটে পড়েছেন। বিশেষ করে, যাদের সন্তান গর্ভে রয়েছে, তারা বেশ বিপাকে পড়েছেন। এ তালিকায় রয়েছেন অনেক ভারতীয়ও। তবে, এই সংকট কাটাতে নতুন এক সিদ্ধান্তের পথে হাঁটছেন তারা।

জানা গেছে, যেসব ভারতীয়ের সন্তান আগামী ২০ ফেব্রুয়ারির পরের কিছুদিন জন্ম নেওয়ার কথা, সেসব মায়েদের প্রিটার্ম সি­-সেকশন করে সন্তান ওই তারিখের আগেই জন্মানোর পথে হাঁটছেন তারা।

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, যারা প্রিটার্ম সি­-সেকশন করছেন, সেসব নারী ৮ বা ৯ মাসের গর্ভবতী। নিউজার্সির একটি ম্যাটারনিটি ক্লিনিকের চিকিৎসক ডা. এসডি রামা বলছেন, সম্প্রতি এমন অনেক অপারেশনের অনুরোধ পেয়েছেন তিনি।

এই চিকিৎসক টাইমস অব ইন্ডিয়াকে বলেন, সাত মাসের গর্ভবতী নারীরা তাদের স্বামীর সঙ্গে আগাম প্রসবের সময়সূচী ঠিক করতে আসছেন। মার্চে এসব সন্তান প্রসব হওয়ার কথা।

তবে এভাবে আগাম প্রসব পদ্ধতি বেছে নেওয়ার কারণে বাচ্চা ও মায়ের ক্ষতি হতে পারে বলে সতর্ক করে দিচ্ছেন চিকিৎসকরা। টেক্সাসের চিকিৎসক ডা. এসজি মুক্কালা বলছেন, এমন হলে শিশুলের ফুসফুস ছোট হয়ে যেতে পারে, ওজন কম হতে পারে। এছাড়া শিশুর স্নায়বিক সংকটও হতে পারে।

হিন্দুস্তান টাইমস বলছে, যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের ঘোষণা অভিবাসন নীতিতে একটি বড় পরিবর্তন আনতে পারে ও অস্থায়ী ভিসায় দেশটিতে বসবাসরত লাখো ভারতীয়র জীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে।