Monday, July 7, 2025

Top 5 This Week

Related Posts

সিলেটের আলোচিত স্বর্ন চুরির ঘটনায় স্বর্ন উদ্ধার, আটক ৩

সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার আল-হামরা শপিং সেন্টারের একটি স্বর্ণের দোকান থেকে চুরি হওয়ার স্বর্ণ উদ্ধার করেছে পুলিশ। এসময় চুরির সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

৯ জানুয়ারি সিলেটের আল হামরা বিপণিবিতানের চতুর্থ তলার নূরানী জুয়েলার্স নামের একটি দোকানের তালা ভেঙে সোনা চুরির ঘটনা ঘটে। মালিকপক্ষের দাবি, এ ঘটনায় তাদের ২৫০ ভরি সোনা খোয়া গেছে। পরে এ ঘটনায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী দেওয়ান মো. জাবেদ চৌধুরী মামলা করেন।

সোমবার কতোয়ালি থানা পুলিশ সূত্রে জানা যায়, চুরি হওয়া স্বর্ণ উদ্ধার ও এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ৩১ জানুয়ারি ভোর সাড়ে ৪ টার দিকে কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন বিভিন্ন এলাকায় টানা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন কামাল্ল্যা ইউনিেনের নেয়ামতপুর এলাকা থেকে ওছেক মিয়া ওরফে ওয়াছেক ওরফে আলমগীর (২৫) গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায় গ্রেপ্তারকৃত ব্যক্তি এ চুরির ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালী মডেল থানার স্পেশাল টিম গ্রেপ্তারকৃত ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে নূরানী জুয়েলার্স চুরি হওয়া স্বর্ণালংকারের জব্দ তালিকা জব্দ করেন। পরবর্তীতে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে নিয়ে তার দেখানো মতে ওই এলাকার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়।

তারই ধারাবাহিকতায় ১ ফেব্রুয়ারি বিকেলে কুমিল্লা জেলার হোমনা থানাধীন হোমনা বাজার হতে আল-হামরা মার্কেটে সংঘটিত চুরির ঘটনায় চোরাই স্বর্ণসহ সোহেল দেবনাথ (৪২), মো. আবুল হোসেন (৫৩) নামে আরও দুজনকে গ্রেপ্তার করে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তাররকৃত ৩ আসামির কাছ থেকে ৫ ভরি ১২ আনা স্বর্ণ উদ্ধার করা হয়।

সিলেট নগরের কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টে জানানো হয়, এ ঘটনায় অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Popular Articles