Friday, August 1, 2025

Top 5 This Week

Related Posts

বিমান বিধ্বস্তে নিখোঁজ রাইসা মনি, সন্ধান চায় পরিবার

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় রাইসা মনি নামের এক শিশু নিখোঁজ রয়েছে।

সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

রাইসা মনি ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্রী। কোড- ২০১০, সেকশন-স্কাই।
বিমান বিধ্বস্তে নিখোঁজ রাইসা মনি, সন্ধান চায় পরিবার
নিখোঁজ রাইসা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামের শাহাবুল শেখের মেয়ে। তিনি ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা ও একজন ব্যবসায়ী।

রাইসার চাচাতো ভাই তারিকুল শেখ জাগো নিউজকে বলেন, ‌‘আমার চাচা শাহাবুল শেখের বাসা ঢাকার মিরপুরে। আমার চাচাতো বোন রাইসা মাইলস্টোনে তৃতীয় শ্রেণিতে পড়ালেখা করে। বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনার পর থেকে সে নিখোঁজ রয়েছে। বিভিন্ন স্থান ও হাসপাতালে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।’

Popular Articles