Monday, August 25, 2025

Top 5 This Week

Related Posts

সিলেট থেকে পরিবারের সঙ্গে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে নৌকার জানালা দিয়ে পড়ে শিশু মৃত্যু

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোট থেকে পাটলাই নদীতে পড়ে গিয়ে এক শিশু পর্যটক মৃত্যুর ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৫ আগস্ট) আনুমানিক বেলা সাড়ে ১২ টার দিকে শিশুটি পানিতে পরে নিখোঁজ হয় পরবর্তীতে বিকাল সাড়ে ৫টার দিকে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ওই শিশু সিলেটের শেখঘাট নবাব রোড এলাকার বাসিন্দা কবির আহমদের একমাত্র ছেলে মাসুম (৫)।

জানা যায়, শুক্রবার (১৫ আগস্ট) আনুমানিক বেলা সাড়ে ১২ টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ছিলানী তাহিরপুর গ্রামসংলগ্ন পাটলাই নদীতে পর্যটকবাহী হাউসবোট লালন তরী থেকে পানিতে পড়ে মাসুম নামের পাঁচ বছরের এক শিশু নিখোঁজ হয়। পরবর্তীতে শিশুটিকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের যৌথ টিম উদ্ধার অভিযান চালায়। এবং দীর্ঘ পাঁচ ঘন্টার উদ্ধার অভিযানের পর পাটলাই নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সিলেট থেকে ২০ জনের একটি টিম নিয়ে হাউসবোট লালন তরী ভাড়া করে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে যাত্রা করেন। পথে মাসুম ও আরেক শিশু জানালার পাশে খেলছিল। হঠাৎ চলন্ত হাউসবোটের জানালা দিয়ে মাসুম পানিতে পড়ে যায়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শুক্রবার তাহিরপুরের পাটলাই নদীতে পর্যটকবাহী হাউসবোট থেকে পানিতে পড়ে মাসুম নামের এক শিশুর মৃত্যু হয়।’

Popular Articles