সিলেটে আবাসিক হোটেল থেকে ২ নারী-পুরুষকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি)। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) বিকেলে নগরীর মিরাবাজারে অবস্থিত ‘জাহান’ আবাসিক হোটেল থেকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বিকেল ৫টায় হোটেলের ২য় তলা, ২০৪ নং কক্ষে অভিযান চালিয়ে ৩০ বছর বয়সী পংকজ বিশ্বাস ও ১৯ বছর বয়সী মৌমিতা রানী দাসকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে এসএমপির এডিসি, মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




