Saturday, September 13, 2025

Top 5 This Week

Related Posts

সিলেটে নিজ বাসা থেকে স্কুলশিক্ষিকার লাশ উদ্ধার, মামলা দায়ের

সিলেট শহরের লামাবাজার এলাকায় নিজ বাসা থেকে মিলি দে (২৫) নামের এক স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে ছায়ানীড় এলাকার একটি বহুতল ভবনের ৫ম তলার ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার পরিবারের পক্ষ থেকে এ মামলা দায়ের করা হয় বলে গণমাধ্যমে জানান সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক।

তিনি বলেন, ময়নাতদন্ত শেষে শুক্রবারই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্কুল শিক্ষিকার মৃত্যুর কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে লামাবাজার ছায়ানীড় ৩১ নম্বর বাসার ৫ম তলার ফ্ল্যাট থেকে ওই স্কুলশিক্ষিকার লাশ উদ্ধার করা হয়। নিহত মিলি দে (২৫) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জিলুয়া চা বাগানের মৃত মলয় কান্তি দে’র মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মা সঞ্চিতা দে’র সাথে লামাবাজারের ওই বাসায় থাকতেন মিলি। তিনি নগরের কাজিটুলা এলাকার ‘কিডস ক্যাম্পাস’ স্কুলে শিক্ষকতা করতেন। জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে সঞ্চিতা দে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যান। রাত ১০টার দিকে বাসায় ফিরে ভেতর থেকে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। কিন্তু ভেতর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে মিলি দে’র ঝুলন্ত লাশ দেখতে পান।ঝুলন্ত অবস্থা থেকে মিলিকে নামিয়ে

Popular Articles