Wednesday, October 29, 2025

Top 5 This Week

Related Posts

আইইএলটিএস প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম (আইইএলটিএস) পরীক্ষা নিয়ে প্রতারনার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে বনানী থানা পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বনানী এলাকার ‘অ্যামাজন লিলি লেক ভিউ রেসিডেন্স’ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— পান্না পুনম হাওলাদার ওরফে কেয়া (২৬) এবং মামুন খান (৩৭)। তাদের হেফাজত থেকে প্রতারণার মাধ্যমে আদায়কৃত নগদ ৮ লাখ ৩৮ হাজার টাকা ও আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে, আইইএলটিএস’র প্রশ্নপত্র ও উত্তরপত্র সরবরাহের প্রলোভনে একাধিক ছাত্র-ছাত্রীর সাথে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

পুলিশ জানায়, ভুক্তভোগী নাদিত হাসান রকি ‘কুইন গ্লোবাল কনসালট্যান্ট অ্যান্ড আইইএলটিএস’ প্রতিষ্ঠানে কোচিং করতেন। সেই প্রতিষ্ঠানের মাধ্যমে আসামিরা তার সঙ্গে এবং আরও কয়েকজন পরীক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করে পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার প্রলোভন দেখান।

তারা দাবি করেন, আসল প্রশ্নপত্র ও উত্তরপত্র সরবরাহ করবেন। সরল বিশ্বাসে ভিকটিম ১ লাখ ৮০ হাজার টাকা প্রদান করেন। পরে জানা যায়, আসামিরা প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে ১ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত নিয়েছেন।

গত ৫ সেপ্টেম্বর ভিকটিমসহ কয়েকজন পরীক্ষার্থী বনানীর ওই হোটেলে গিয়ে টাকা প্রদান করেন এবং আসামিদের কাছ থেকে প্রশ্নপত্র ও উত্তরপত্র সংগ্রহ করেন। কিন্তু পরীক্ষাকেন্দ্রে গিয়ে দেখা যায়, সরবরাহ করা উত্তরগুলোর সঙ্গে আসল প্রশ্নপত্রের মাত্র কয়েকটির মিল রয়েছে। প্রতারণা টের পেয়ে পরীক্ষার্থীরা টাকা ফেরত চাইলে আসামিরা অস্বীকার করেন এবং হুমকি দেন।

অভিযোগের ভিত্তিতে বনানী থানা পুলিশ তদন্ত শুরু করে। তথ্য বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Popular Articles