সিলেটের জকিগঞ্জে নৌকা বাইচ প্রতিযোগিতার সময় সুরমা নদীতে নৌকা ডুবে নিখোঁজ হওয়া হাসিম আলী (৫০) এখনও উদ্ধার হননি। ঘটনার একদিন পার হলেও তার কোনো খোঁজ মেলেনি বলে জানিয়েছে পরিবার ও স্থানীয় প্রশাসন।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের মরিচা এলাকার সুরমা নদীতে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ হাসিম আলী জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের বালিটেকা গ্রামের মৃত রজিব আলীর ছেলে। তিনি একজন কৃষক এবং এক ছেলে ও চার মেয়ের জনক।
স্থানীয়রা জানান, নৌকা বাইচে দুই নৌকার প্রতিযোগিতায় ইঞ্জিন নৌকার ঢেউয়ে রবিবার সন্ধ্যায় নৌকা ডুবে নিখোঁজ হন হাসিম আলী। নদীতে ডুবে যাওয়া নৌকায় থাকা সকল লোকজন তাৎক্ষণিক সাঁতরে ওঠতে সক্ষম হলেও হাসিম আলী পানিতে তলিয়ে যান। এরপর স্থানীয়রা উদ্ধার অভিযান করেও তাকে পাননি। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে জকিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তাকে উদ্ধারে চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়ে চলে গেছে। এ সংবাদ লেখা পর্যন্ত সোমবার বিকাল ৫টা পর্যন্ত ২৪ ঘন্টার মাথায়ও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
স্থানীয়দের অভিযোগ, পানিপূর্ণ নদীতে প্রশাসনের অনুমতি ও তদারকি ছাড়া নৌকা বাইচ আয়োজন অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত ছিল। অতীতেও একই স্থানে নৌকা বাইচে প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানান তারা। তারা বলেন, ইঞ্জিনচালিত নৌকার অবাধ চলাচল এবং বিশৃঙ্খল ব্যবস্থাপনাই এই দুর্ঘটনার জন্য দায়ী।
নৌকা বাইচ পরিচালনা কমিটির সভাপতি ও বিএনপি নেতা জামাল উদ্দিন বলেন, ‘দুর্ঘটনাটি আমাদের নির্ধারিত বাইচ এলাকার বাইরে ঘটেছে। আমরা সঙ্গে সঙ্গেই খোঁজাখুঁজি করেছিলাম, কিন্তু তাকে পাওয়া যায়নি।’
বারহাল ইউনিয়ন পরিষদের সদস্য ঈমান উদ্দিন জানান, ‘নিখোঁজ হাসিম আলীর পরিবার চরম উদ্বেগ ও শোকের মধ্যে সময় পার করছে। এলাকাবাসীর একটাই দাবি—তাকে দ্রুত খুঁজে বের করা হোক।’
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘প্রতিযোগিতার ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে কোনোভাবে অবগত করা হয়নি। একজন ব্যক্তি নিখোঁজ হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক।’
জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান বলেন, ‘এই প্রতিযোগিতা আয়োজনের ব্যাপারে কেউ আমাদের কাছ থেকে অনুমতি নেয়নি। পরে বিষয়টি জানার পর আমরা উদ্ধারকাজে সহায়তা করছি। সোমবার সন্ধ্যা পর্যন্ত অভিযান অব্যাহত থাকলেও হাসিম আলীর কোনো খোঁজ মেলেনি।’