Tuesday, January 20, 2026

Top 5 This Week

Related Posts

সিলেটে উদ্ধার নিখোঁজ ২ কিশোরী

কুমিল্লা থেকে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে সিলেটের শাহজালাল (রহ.) মাজার এলাকা থেকে উদ্ধার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে মাজার এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, কোতোয়ালী মডেল থানাধীন শাহজালাল মাজার (রহ.) তদন্ত কেন্দ্রের আওতাধীন একদল পুলিশ নিয়মিত টহল পরিচালনা করে। এই টহলের সময় পুলিশ সদস্যরা দুই কিশোরীকে অস্বাভাবিকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানা-পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যান।

পরে জিজ্ঞাসাবাদে ১৪ ও ১৫ বছর বয়সী এই দুই কিশোরী জানায়, তারা আগের দিন রবিবার (২৩ নভেম্বর) সকালে ৯টার দিকে কুমিল্লার নিজ বাড়ি থেকে স্কুলে পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশ্যে বের হয়েছিল। তারা বাড়ি থেকে বের হয়ে স্কুলের পথে একটি অটোরিকশায় উঠলে এরপরে কি হয়েছে তাদের মনে নেই। কীভাবে তারা কুমিল্লা থেকে সিলেট পর্যন্ত আসলো। কে বা কারা তাদের নিয়ে এসেছে, এ বিষয়ে তাদের কোনো ধারণা নেই। জ্ঞান ফেরার পর তারা জানতে পারে তারা সিলেটে অবস্থান করছে।

পুলিশ দুই কিশোরীর কথাবার্তা শুনে তাদের পরিচয়, বাড়ির ঠিকানা ও পরিবারের তথ্য সংগ্রহ করে। পরে তথ্য যাচাই-বাছাই শেষে তাদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করা হয়। খবর পেয়ে উদ্বিগ্ন অভিভাবকরা দ্রুত থানায় এসে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করার পর কিশোরীদের পরিবারের লোকজনের হাতে তুলে দেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘ভিকটিমদের উদ্ধার করে পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি তারা কীভাবে, কুমিল্লা থেকে সিলেট পর্যন্ত পৌঁছাল তা উদঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।’

Popular Articles