Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

এবার সিসি ক্যামেরার আওতায় আসছে ঐতিহ্যবাহী সিলেট নগরীর ক্বীনব্রিজ







বার নগরীর ঐতিহ্যবাহী ক্বীনব্রিজে লাগানো হচ্ছে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা। অপরাধ কর্মকান্ড নিয়ন্ত্রণে রেখে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের লক্ষ্যেই ক্বীনব্রিজে লাগছে সিসি ক্যামেরা। শুধু ক্বীনব্রিজেই নয়, গুরুত্বপূর্ণ ৩৯টি পয়েন্টে বসানো হচ্ছে এফআর ফেস রেজ্যুলেশনের ১১০টি ক্যামেরা। আর এসব সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করা হবে কোতোয়ালি থানা থেকে ।



প্রথমদিন সোমবার (১৭ জুন) ক্বীনব্রিজের দক্ষিণ প্রান্ত থেকে ক্যামেরা স্থাপনের কাজ শুরু করে গ্লোবাল ট্রেড কর্পোরেশন। পর্যায়ক্রমে নগরীর অন্যান্য পয়েন্টে ক্যামেরা স্থাপনের কাজ এগিয়ে যাবে। ক্যামেরা স্থাপনকারীদের সাথে কথা বলে এসব তথ্য জানা যায়।

সিটি করপোরেশন এলাকায় অপরাধ সংগঠিত হওয়ার পর অপরাধীদের স্পষ্ট মুখচ্ছবি চিহৃিত করে দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।



এর আগে ২০১২ সালে সিলেট নগরীর অপরাধ নিয়ন্ত্রণ ও নগরবাসীর নিরাপত্তার স্বার্থে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিটি করপোরেশন ৯২টি সিসি ক্যামেরা স্থাপন করে। প্রথম ধাপে ২২টি সিসি ক্যামেরা বসানো হয়েছিলো। এরপর পুলিশের অনুরোধে আরও ৭০টি সিসি ক্যামেরা বসায় সিটি করপোরেশন। এরমধ্যে দক্ষিণ সুরমায় ২২টি, আম্বরখানা-বিমানবন্দর সড়কে ২২টি ও সিলেট জজ কোর্ট এলাকায় ২৬টি ক্যামেরা স্থাপন করা হয়। পরবর্তীতে কিছুটা নষ্ট হয়ে যায়। আর কিছুটা সড়কের পাশে ড্রেন স্থপনের সময় খোলে রাখা হয়।



নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও বিপনী বিতানগুলোর ব্যবসায়ীদের উদ্যোগে স্ব স্ব এলাকায় স্থাপন করা হয় আরও শতাধিক ক্যামেরা। অপরাধ সংগঠিত হওয়ার পর তদন্তের স্বার্থে পুলিশ সেগুলুর ওপর নির্ভর করে আসছে।

২৪ ঘন্টা সিসি ক্যামেরার যথাযথ পর্যবেক্ষন ব্যবস্থা করে পুরো নগরী দ্রুত সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে আনার প্রয়োজন মনে করছেন নগর বিশেষজ্ঞরা।







You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.