Monday, August 25, 2025
Home Blog Page 2

সিলেটের ডিসি ওএসডি, নতুন দায়িত্বে সেই সারোয়ার আলম

সিলেটের পর্যটন এলাকা থেকে সাদা পাথর লুটপাটের ঘটনায় দেশব্যাপী ব্যাপক আলোচনার মধ্যেই সিলেটের বর্তমান জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদকে প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। অপরদিকে, সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে দেশব্যাপী আলোচিত ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমকে। এছাড়া একই ঘটনায় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুননাহারকেও বদলি করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সারোয়ার আলমকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হলো। সারোয়ার আলম বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অপর এক প্রজ্ঞাপনে মোহাম্মদ শের মাহবুব মুরাদকে ওই মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব শের মাহবুব মুরাদকে গত বছরের ১০ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে শের মাহবুব মুরাদকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।

সারোয়ার আলম এর আগে ভ্রাম্যমাণ আদালতে দুর্নীতি, ভেজালবিরোধী অভিযান এবং দায়িত্বশীল কর্মকাণ্ডের জন্য ব্যাপক প্রশংসা পেয়েছিলেন। পরে হাসিনার ফ্যাসিস্ট সরকারের আমলে তাকে এই দায়িত্ব থেকে সরিয়ে দিলে ব্যাপক সমালোচনা হয়।

১৯৮৩ সালে তার শিক্ষাজীবন শুরু হয় বাড়ির পাশের ইসমাইল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। ১৯৯৩ সালে পাকুন্দিয়া পাইলট উচ্চবিদ্যালয় (বর্তমান পাকুন্দিয়া সরকারি উচ্চবিদ্যালয়) থেকে এসএসসি পরীক্ষায় প্রথম বিভাগ পেয়ে ভর্তি হয় কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজে।

১৯৯৫ সালে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগ অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন প্রাণিবিদ্যা বিভাগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে ২০০৫ সালে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর পাস করেন তিনি। সারওয়ার আলম ২০০৮ সালে ২৭তম বিসিএসে উত্তীর্ণ হয়ে যোগ দেন প্রশাসনে।

মো. সারওয়ার আলম ২০০৯ সালে চট্টগ্রামের মেয়ে সানজিদা শারমিন লিন্ডার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের চারটি মেয়ে রয়েছে।

অপরদিকে, সাদা পাথর কাণ্ডে সিলেটের ডিসির পর ইউএনও-কেও বদলি করা হয়েছে। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুননাহার। নতুন ইউএনও হিসেবে মোহাম্মদ শফিকুল ইসলামকে কোম্পানীগঞ্জের দায়িত্বে দেওয়া হয়েছে।

সোমবার সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীর স্বাক্ষরিত আদেশে তাদের বদলি করা হয়।

আজিজুননাহারকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলি করা হয়েছে। আর ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলামকে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিমানের ৫৫ বছরের ইতিহাসে রেকর্ড মুনাফা

বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে ৯৩৭ কোটি টাকা অনিরীক্ষিত মুনাফা অর্জনের তথ্য দিয়েছে রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।এই মুনাফার মাধ্যমে প্রতিষ্ঠার ৫৫ বছরের ইতিহাসে বিমান এক অনন্য রেকর্ড গড়েছে।

সোমবার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এর আগে বিমান দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা অর্জন করেছিল ২০২১-২২ অর্থবছরে; যার পরিমাণ ছিল ৪৪০ কোটি টাকা।

এবারের আর্থিক সাফল্যের জন্য যাত্রী ও গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিমান বলছে, তাদের আস্থা ও সমর্থনই এ রেকর্ড মুনাফা অর্জনে সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করেছে। এই সাফল্য এসেছে দক্ষ সম্পদ ব্যবস্থাপনা, কার্যকর কৌশল গ্রহণ এবং যাত্রীসেবার ধারাবাহিক উন্নয়নের ফল হিসেবে।

রাষ্ট্রায়ত্ত পতাকাবাহী এয়ারলাইন্সটি বলছে, ১৯৭২ সালে মাত্র ১ কোটি ৯০ লাখ টাকা আয় দিয়ে যাত্রা করা বিমান যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের সীমিত অবকাঠামো ও সম্পদের মধ্যে ধীরে ধীরে আধুনিক ও প্রতিযোগিতামূলক এয়ারলাইন্সে পরিণত হয়েছে।

বিমানের হিসাব অনুযায়ী, বিদায়ী অর্থবছরে ১১ হাজার ৬৩১ কোটি ৩৭ লাখ টাকা আয় হয়েছে কোম্পানিটির। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে বিমান প্রথমবারের মতো ১০ হাজার কোটির বেশি আয় করা কোম্পানিতে পরিণত হয়।

ডাকসুর শিবিরের প্যানেলে স্থান পেলেন সর্ব মিত্র চাকমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। শিবিরের প্যানেলে রয়েছেন সর্ব মিত্র চাকমা। এছাড়া প্রতিবন্ধী, জুলাইয়ে আহত শিক্ষার্থী, আপ বাংলাদেশ, ইনকিলাব মঞ্চ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতাসম্পন্ন শিক্ষার্থীদের প্যানেলে রেখেছে সংগঠনটি। সোমবার (১৮ আগস্ট) দুপুরে মনোনয়নপত্র উত্তোলন শেষে প্যানেল ঘোষণা করেন ঢাবি শাখা শিবিরের সভাপতি এসএম ফরহাদ।

প্যানেলে ভিপি পদে ঢাবি শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম, জিএস পদে শাখা শিবির সভাপতি এসএম ফরহাদ। এছাড়াও সংগঠনটির প্যানেলে সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন ঢাবি শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন ইনকিলাব মঞ্চ থেকে যুক্ত হয়েছেন ফাতিমা তাসনীম জুমা।

প্যানেলে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে রয়েছেন ইকবাল হায়দার, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে রয়েছেন খান জসীম, যিনি গত বছরের জুলাইয়ে চোখ হারান।

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে রয়েছেন নুরুল ইসলাম সাব্বির, যিনি বর্তমানে ঢাবি শিবিরের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ক্রীড়া সম্পাদক পদে আছেন আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক পদে আসিফ আব্দুল্লাহ, আর সমাজসেবা সম্পাদক পদে প্রার্থী হয়েছেন শরিফুল ইসলাম মুয়াজ।

সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ছিলেন। থাকতেন ঢাবির মাস্টারদা সূর্য সেন হলে। তার বাড়ি খাগড়াছড়ি শহরের বাজার এলাকায়।

অন্যদিকে ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের এবং কবি জসিম উদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী। ফরহাদ ২০২২-২৩ সেশনে জসীম উদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলেন।

এছাড়া এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিচ্ছেন পদপ্রার্থীরা। আজ মনোনয়ন ফরম সংগ্রহ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলও।

সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজ, আ ট ক ৪ নারী-পুরুষ

সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজ বাড়ছেই। প্রায় প্রতিদিনই অভিযান হচ্ছে। আটক হচ্ছে জড়িত নারী ও পুরুষ।

রবিবার (১৭ আগস্ট) এমন অভিযোগে দুই নারী ও দুই পুরুষকে আটক করেছে মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি)।

দুপুর সোয়া ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ওসমানী মেডিকেল কলেজ রোডে অভিযান চালিয়ে আবাসিক হোটেল বাধন থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন এমডি এহসান আহমেদ আসিফ (২৬), মো. আলী (৩২, হোটেল স্টাফ), নয়ন তারা ওরফে তানিয়া (২০) ও রুনা বেগম (২৫)। তাদর বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।

আটকের বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সিলেটের ওসমানীতে হচ্ছে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট

অবশেষে সিলেটে হচ্ছে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট। সেই সঙ্গে দেশের আরও ৪টি অঞ্চল এ সুবিধা পাবে।

শনিবার পরিকল্পনা কমিশনের দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানায়।

সূত্রটি জানায়, রবিবার ১৭ আগস্ট এ সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করা হবে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায়। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠেয় বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।

জানা যায়, দেশে অগ্নি দুর্ঘটনা বাড়ছে। এসব দুর্ঘটনায় অনেকের প্রাণহানীর ঘটনাও ঘটছে। এ অবস্থায় দেশের ৫টি মেডিকেল কলেজ ও হাসপাতালে নতুন ভবনে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপনের প্রকল্প গ্রহন করা হয় অনেক আগে। তবে মহামারি করোনার কারণে প্রকল্পটি অনুমোদনের আগেই শেষ হয়ে যায় দাতা সৌদি উন্নয়ন তহবিলের সঙ্গে ঋণ চুক্তির মেয়াদ।

এই প্রকল্পটি আবার নতুন করে নকশা পরিবর্তনের মাধ্যমে সংশোধনী প্রস্তাব করা হয়েছে। এতে ব্যয় বাড়ছে ৩৬০ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়নের সময় ধরা হয়েছে সাড়ে ৬ বছর।

সিলেট বিভাগের এক কোটি মানুষের স্বাস্থ্যসেবায় প্রধান ভরসার স্থান হচ্ছে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। সব মিলিয়ে ১২০০ শয্যা থাকলেও এই হাসপাতালে গড়ে প্রতিদিন তিন হাজার রোগী ভর্তি থাকেন। এর সঙ্গে অগ্নি দুর্ঘটনায় মারাত্মক আহত বা পোড়ে যাওয়া রোগীর চাপও থাকে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক হিসাব থেকে জানা যায়, ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫ হাজার ৪১৮ জন পোড়া রোগী চিকিৎসা নিয়েছেন। বছরে গড়ে ১ হাজার ৩০০ পোড়া রোগীর জন্য সিলেটে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট জরুরী হয়ে পড়ে।

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভবন তৈরি হবে। সেই ভবনে থাকবে পোড়া রোগীদের চিকিৎসার জন্য আইসিইউ, এইচডিইউ এবং ডেডিকেটেড অপারেশন থিয়েটারসহ সব সুযোগ-সুবিধা মিলে একটি বিশেষায়িত ইউনিট।

সিলেট থেকে পরিবারের সঙ্গে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে নৌকার জানালা দিয়ে পড়ে শিশু মৃত্যু

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোট থেকে পাটলাই নদীতে পড়ে গিয়ে এক শিশু পর্যটক মৃত্যুর ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৫ আগস্ট) আনুমানিক বেলা সাড়ে ১২ টার দিকে শিশুটি পানিতে পরে নিখোঁজ হয় পরবর্তীতে বিকাল সাড়ে ৫টার দিকে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ওই শিশু সিলেটের শেখঘাট নবাব রোড এলাকার বাসিন্দা কবির আহমদের একমাত্র ছেলে মাসুম (৫)।

জানা যায়, শুক্রবার (১৫ আগস্ট) আনুমানিক বেলা সাড়ে ১২ টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ছিলানী তাহিরপুর গ্রামসংলগ্ন পাটলাই নদীতে পর্যটকবাহী হাউসবোট লালন তরী থেকে পানিতে পড়ে মাসুম নামের পাঁচ বছরের এক শিশু নিখোঁজ হয়। পরবর্তীতে শিশুটিকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের যৌথ টিম উদ্ধার অভিযান চালায়। এবং দীর্ঘ পাঁচ ঘন্টার উদ্ধার অভিযানের পর পাটলাই নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সিলেট থেকে ২০ জনের একটি টিম নিয়ে হাউসবোট লালন তরী ভাড়া করে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে যাত্রা করেন। পথে মাসুম ও আরেক শিশু জানালার পাশে খেলছিল। হঠাৎ চলন্ত হাউসবোটের জানালা দিয়ে মাসুম পানিতে পড়ে যায়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শুক্রবার তাহিরপুরের পাটলাই নদীতে পর্যটকবাহী হাউসবোট থেকে পানিতে পড়ে মাসুম নামের এক শিশুর মৃত্যু হয়।’

সিলেটে বাসের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেলের দুই আরোহীর

আগামী সপ্তাহে নাজমুলের স্ত্রীর সন্তান জন্ম দেয়ার তারিখ ছিলো। ছিলো ছোট ভাইয়ের বিয়েও কয়েকদিন পর। কিন্তু এমন খুশির মুহুর্তে সব কিছু বদলে গেলো। বাস চাপায় বন্ধুসহ প্রাণ গেলো তার।

সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার ইলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের বড় ইশবপুর গ্রামের আব্দুল করিমের ছেলে মোটরসাইকেলচালক নাজমুল ইসলাম (৩২) ও উমরপুর বাজার এলাকার বাসিন্দা ও তার বন্ধু আরশ আলী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে গোয়ালাবাজার থেকে সিলেটের উদ্দেশ্যে মোটরসাইকেলেযোগে যাচ্ছিলেন নাজমুল ও আরশ আলী। সিলেট-ঢাকা মহাসড়কের ইলাশপুর বটেরতলে পৌঁছালে পেছন থেকে আসা ঢাকা এক্সপ্রেস বাস সজোরে ধাক্কা দেয়। এতে দুজনই সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মারা যান নাজমুল ইসলাম। হাসপাতালে যাওয়া পথে মারা যান আরশ আলী। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাজমুল ইসলামের মরদেহ উদ্ধার করে।

দুর্ঘটনার পর সন্ধ্যায় উপজেলার তাজপুর বাজারে ঘাতক বাস আটক করে উত্তেজিত জনতা অগ্নিসংযোগ করেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনে বাসটি জব্দ করেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, নাজমুলের স্ত্রী সন্তান সম্ভবা। ডাক্তার আগামী সপ্তাহে সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ দিয়েছে। তাছাড়া আগামী সপ্তাহে আবার তার ছোট ভাইয়ের বিয়ে। এমন এক আনন্দের মুহুর্তে তাকে হারিয়ে হতবিহ্ববল পুরো পরিবার। শোকের সাগরে ভাসছে তার স্ত্রী। পুরো ইশবপুরে নেমে এসেছে শোকের ছায়া।

চাকরির আশায় বিদেশ গিয়ে ‘না খেয়ে’ মারা গেলেন যুবক

সৌদি আরবে চাকরি না পেয়ে অভাব-অনটনে মারা গেছেন গ্রামের প্রাণবন্ত যুবক সাফিউল ইসলাম (২৫)।

দিনমজুর বাবার দরিদ্র পরিবারে বেড়ে ওঠা সাফিউল গত বছরের ১ মে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ২ লাখ ৫০ হাজার টাকা ঋণ এবং স্থানীয়ভাবে আরও ১ লাখ টাকা সুদে নিয়ে এক দালালের মাধ্যমে সৌদি আরব পাড়ি জমান। কিন্তু সেখানে বৈধ কাগজপত্রের অভাবে চাকরি না পেয়ে ১৫ মাস মসজিদ ও রাস্তায় খাবার ভিক্ষা করে মানবেতর জীবন কাটান। অসুস্থ হয়ে গত ২৮ জুলাই সৌদি আরবের একটি হাসপাতালের গেটে চিকিৎসা ও খাবারের অভাবে মৃত্যুবরণ করেন তিনি।

সাফিউলের বাবা-মা মোছা. মহিলা বেগম ও মো. জলিল শেখ ছেলের মরদেহ দেশে আনার ব্যয় বহন করতে পারছেন না। পরিবারের সচ্ছলতার জন্য বিদেশে পাঠানো ছেলেকে হারিয়ে তারা দালালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।

স্থানীয়রা জানান, একই গ্রামের প্রবাস ফেরত ‘মিস্টার’ নামে পরিচিত এক দালালের মাধ্যমে সাফিউল ও রনি নামের আরেক যুবক একসঙ্গে সৌদি যান। রনিও বর্তমানে একই অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। ঘটনার পর থেকে ওই দালাল পলাতক।

গাইবান্ধা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. নেশারুল হক জানিয়েছেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সাফিউলের মরদেহ দেশে আনার সব ধরনের সরকারি সহযোগিতা করা হবে এবং দালালের মাধ্যমে বিদেশগমনের ঝুঁকি সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিন ভাইয়ের মধ্যে সবার ছোট সাফিউলের অকাল মৃত্যুতে গোটা গ্রাম শোকে স্তব্ধ হয়ে আছে।

সিলেটে আবাসিক হোটেলে অ নৈ তি ক কাজ, যুবক-যুবতি গ্রে ফ তা র

সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজের অভিযোগে যুবক যুবতিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে সিলেট মহানগর পুলিশ জানায়, বুধাবর দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ সুরমা থানার কদমতলীর আবাসিক হোটেল ঢাকা প্যালেস থেকে ওই যুবক যুবতিকে গ্রেফতার করা হয।

আটককৃতরা হলেন সুমন্ত পাল (৩০) ও রাজিয়া বেগম (২৫)। তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানায় নন এফআইআর মামলা (নং ১৫১/ ১৪/০৮/২৫) দায়ের করে দুজনকেই আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম।

ছাত্রত্ব শেষ, হল ছাড়লেন এমসি কলেজ শিবির সভাপতি

সম্প্রতি স্নাতকোত্তরের ফল প্রকাশের পরপরই ছাত্রাবাস ছেড়েছেন সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইসমাইল খান সৌরভ। বুধবার (১৩ আগস্ট) দুপুরে ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এ সংক্রান্ত একটি পোস্ট করে হল ছাড়েন তিনি। তিনি ৭ম ব্লকের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন এমসি কলেজ ছাত্রাবাসের ৭ম ব্লকের তত্বাবধায়ক মোহাম্মদ শাহজাহান কবীর। তিনি জানান, স্নাতকোত্তর সম্পন্ন করায় স্বাভাবিকভাবেই ছাত্রাবাসের সিট ছেড়ে দিতে হয়। এজন্য সেও সিট ছেড়েছে।

‎ফেসবুক পোস্টে সৌরভ লেখেন, ‘প্রিয় ভাইয়েরা, আমি এমসি কলেজ ছাত্রাবাস থেকে চলে আসলাম। ছাত্রাবাসে কাটানো মুহুর্তগুলো লিখতে হাত কাঁপছে। বুকের ভেতর অদ্ভুত একটা ভার অনুভব করছি। এমসি কলেজ ছাত্রাবাস ছিল আমার দ্বিতীয় পরিবার, গড়ে উঠার আশ্রয়স্থল। আপনারা আমাকে দিয়েছেন অগাধ সমর্থন, অকৃত্রিম সহযোগীতা। এই বিদায়ের মুহুর্তে আমি রেখে যাচ্ছি কিছু স্বপ্ন, বিশ্বাস আর একটি সংস্কৃতি ভাঙার দৃঢ় প্রয়াস।’

‎এদিকে ছাত্রত্ব শেষ হওয়ায় নিজ উদ্যোগে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। ‎নেতাকর্মীরা জানান, সৌরভ এমসি কলেজ ছাত্রাবাসের সপ্তম ব্লকের বিজয় ২৪ হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। একই সাথে তিনি এই হলের ছাত্রাধিনায়কের দায়িত্ব পালন করেন। সম্প্রতি স্নাতকোত্তর উত্তীর্ণ হাওয়ায় ছাত্রশিবির সভাপতি সৌরভের ছাত্রত্ব শেষ হয়েছে। তাই তিনি হল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার এমন সিদ্ধান্ত এমসি কলেজের রাজনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে ধারণা করেন তারা।

‎নেতাকর্মীরা আরও জানান, ছাত্রত্ব শেষ হওয়ার সাথে সাথে হল ছাড়ার এই মনোভাব ‘জুলাই গণঅভ্যুত্থান’ পরবর্তী নতুন ধারার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যা নতুন প্রজন্মের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পারে।

‎এর আগে মঙ্গলবার (১২ আগস্ট) রাতে সৌরভের হল ছাড়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন এমসি কলেজ শিবিরের সাধারণ সম্পাদক অলিদ হাসান। ‎মুহুর্তেই ছড়িয়ে পড়ে পোস্টটি। এরপর থেকেই দলীয় ও সাধারণ শিক্ষার্থীদের প্রশংসায় সরব হয়ে ওঠে ফেসবুক।

‎অলিদ হাসান ফেসবুক পোস্টে লেখেন, ‘শিক্ষাজীবন শেষ হলেও হোস্টেলের সিট দখল করে থাকা এমসি কলেজ ছাত্রাবাসে দীর্ঘদিনের একটি সংস্কৃতি ছিল। বিশেষ করে নিষিদ্ধ ছাত্রলীগের বহিরাগত, অছাত্র, এমনকি কথিত ছাত্রনেতারা শিক্ষক সমাজকে জিম্মি করে বছরের পর বছর সিট দখল করে রেখেছিল। সম্প্রতি স্নাতকোত্তরের ফল প্রকাশের পরপরই এমসি কলেজ ছাত্রশিবিরের সভাপতি সৌরভ ভাই হোস্টেল ছেড়েছেন। ছাত্র রাজনীতিতে এমন পদক্ষেপ সকল সংগঠনের থাকা উচিত।’

‎এ বিষয়ে সভাপতি ইসমাইল খান সৌরভ বলেন, ‘নিয়ম অনুযায়ী ছাত্রত্ব শেষ হলেই হল ছাড়তে হয়। সম্প্রতি আমি স্নাতকোত্তোর উত্তীর্ণ হওয়ায় আমার ছাত্রত্ব শেষ হয়েছে। তাই ছাত্রাবাসের সিট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া আমরা যারা স্নাতকোত্তর সম্পন্ন করেছি তারা সিট ছেড়ে দিলে নতুন শিক্ষার্থীদের জন্য সুযোগ তৈরী হবে। এতে শিক্ষার্থীদের লেখাপড়ার সুবিধা হবে।’