Wednesday, August 27, 2025
Home Blog Page 7

চারশোর বেশি যাত্রী নিয়ে মাঝ আকাশে ১ ঘণ্টা উড়ে ফিরে এলো বিমান

প্রায় সাড়ে চারশো যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-দাম্মাম রুটের একটি উড়োজাহাজ উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ আকাশ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসেছে।

সোমবার (২৮ জুলাই) বিকেল ৩টা ৩৩ মিনিটে সৌদি আরবের দাম্মামের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায় বিজি-৩৪৯ ফ্লাইটটি। এক ঘণ্টার মতো আকাশে ওড়ার পর ফ্লাইটটি বিকেল ৪টা ৩৩ মিনিটে ঢাকায় ফিরে আসে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক আল মাসুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, ফ্লাইটটি পরিচালিত হচ্ছিল বোয়িং ৭৭৭-ইআর উড়োজাহাজ দিয়ে। এ উড়োজাহাজের ধারণক্ষমতা ৪৫০। ফ্লাইটে যাত্রী সংখ্যাও ছিল প্রায় পূর্ণ। উড্ডয়নের কিছু সময় পর পাইলট যান্ত্রিক ত্রুটি শনাক্ত করলে নিরাপত্তার স্বার্থে বিমানটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন।

বিমান জনসংযোগ কর্মকর্তা আল মাসুদ খান সাংবাদিকদের জানান, উড়োজাহাজটির কেবিন প্রেসারের একটি বিপদ সংকেত পান বৈমানিক। এ পরিস্থিতিতে কোনো ধরনের ঝুঁকি না নিয়ে বৈমানিক উড়োজাহাজটি

তিনি বলেন, যাত্রীদের অন্য একটি উড়োজাহাজে এরই মাঝে দাম্মামের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। আর ফেরত আসা উড়োজাহাজটিও বিমানের ইঞ্জিনিয়ারিং বিভাগ দেখেছে। সব ঠিক থাকায় উড়োজাহাজটি দিয়ে রাতে অন্য ফ্লাইট পরিচালনা করা হবে।

বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় এক ব্যাংক কর্মকর্তা নিহত

সিলেটের বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় বদরুল ইসলাম (৪৫) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

রোববার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের টিকরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত বদরুল ইসলাম উপজেলার চারখাই ইউনিয়নের খলাগ্রামের বাসিন্দা। তিনি সোনালী ব্যাংক পিএলসির চারখাই বাজার শাখার সিনিয়র অফিসার ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের টিকরপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়লে তিনি বাসটির নিচে চাপা পড়ে মারা যান। রাতে আহত যাত্রীদের উদ্ধার করলেও রাত ১২টার দিকে বাসটি উদ্ধার করলে বাসের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফউজ্জামান মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে লাশ ময়নাতদন্ত করা ছাড়াই দাফনের আবেদন করা হয়েছে।

সিলেটের কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র চালু হতে আরও ১০ দিন লাগতে পারে

যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে পড়েছে সিলেটের কুমারগাঁও ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র। প্রায় ১১ দিন ধরে বন্ধ রয়েছে এই বিদ্যুতকেন্দ্রটি।

কুমারগাও বিদ্যুৎ কেন্দ্রের সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই কেন্দ্রের একটি ট্রান্সফরমার বিকল হয়ে পড়েছে। এটি মেরামত করে আবার সচল করতে আরও সাত থেকে ১০ দিন সময় লাগতে পারে।

আর বিদ্যুৎ বিতরণ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্যুৎ কেন্দ্র সচল হওয়ার পূর্ব পর্যন্ত লোডশেডিং আরও বাড়তে পারে।

খোঁজ নিয়ে জানা যায়, কুমারগাও বিদ্যুতকেন্দ্র থেকে সিলেট, মৌলভীবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জে স্থানীয়ভাবে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা হয়। এটি বন্ধ থাকায় সিলেটে এখন শুধু জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ আনা হচ্ছে। তবে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ করছে ন্যাশনাল লোড ডেসপ্যাচ সেন্টার (এনএলডিসি)।

এদিকে, বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ থাকায় সিলেট অঞ্চলে লোডশেডিং তীব্র আকার ধারণ করেছে। সিলেট কয়েদিন ধরেই গরম বেড়েছে। গরমের মধ্যে ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে মানুষের ভোগান্তি বেড়েছে। তবে রোববার দিনভর বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কিছুটা কমেছে। এতে লোডশেডিংও কিছুটা কমেছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সিলেটের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির রেববার বলেন, কুমারগাও বিদ্যুতকেন্দ্র আজ ১১ দিন ধরে বন্ধ। কবে এটি চালু হবে তা সংশ্লিষ্টরা নিশ্চিত করে জানাচ্ছেন না। কেবল বলেন- মেরামত কাজ চলছে।

প্রকৌশলী আব্দুল কাদির বলেন, সিলেট বিভাগে দৈনিক চাহিদা প্রায় ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ। কিন্তু বর্তমানে সরবরাহ করা হচ্ছে সর্বোচ্চ ৫০০ মেগাওয়াট। তাই লোডশেডিং বেড়েছে। কুমারগাও বিদ্যুৎ কেন্দ্র চালু না হলে এই সমস্যার সমাধান হবে না।

কুমারগাও বিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মিজানুর রহমান রোববার জানান, বিদ্যুৎ কেন্দ্রের ট্রান্সফরমার বিকল হয়ে পড়েছে। এটি চেঞ্জ করা হচ্ছে। এছাড়া কিছু রক্ষনাবেক্ষন কাজ করা হচ্ছে। এসব কাজ শেষ করে কেন্দ্রটি চালু করতে আরও ৭ থেকে ১০ দিন সময় লাগতে পারে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিলেট বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন বলেন, ‘পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় আমাদের কিছু এলাকায় লোডশেডিং করতে হয়। তার উপর আবার ঢাকা থেকে হঠাৎ বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ। পুরো সিস্টেমে ফিকুয়েন্সি ডাউন হয়ে গেলে ঢাকা থেকে বিদ্যুৎ বন্ধ করে দেয়। ইদানীং প্রায় প্রতিদিনই ঢাকা থেকে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়। তাই মানুষজন বেশি ভোগান্তিতে পড়ছেন।

জসিমের মতোই আচমকা মৃত্যুর খবর এলো ছেলের

১৯৯৮ সালের ৮ অক্টোবর, হঠাৎই এক খবরে দেশের চলচ্চিত্রাঙ্গনে নেমে এলো শোকের ছায়া। মস্তিষ্কে রক্তক্ষরণে মারা গেছেন সে সময়ের খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা ও মুক্তিযোদ্ধা আবুল খায়ের জসিম উদ্দিন (নায়ক জসিম)।

মাত্র ৪৮ বছর বয়সী এই অভিনেতার মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারেননি ভক্তরা। শোনা যায়, সে সময় এফডিসিতে জসিমকে শেষবারের মতো দেখার জন্য ভিড় জমান লাখো মানুষ।

জসিম ছিলেন বাংলাদেশের চলচ্চিত্রে অ্যাকশন ধারার প্রবর্তক। ক্যারিয়ারে প্রায় ২০০’র বেশি সিনেমায় অভিনয় করেছেন। এছাড়াও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে একজন সৈনিক হিসেবে ২ নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন তিনি।

জসিমের মৃত্যুর খবর যেমন চমকে দিয়েছিল ভক্তদের, ঠিক একইভাবে তার ছেলে জনপ্রিয় রক ব্যান্ড ওইনডের ভোকালিস্ট ও ফ্রন্টম্যান এ কে রাতুলের মৃত্যুও চমকে দিল সকলকে।

আজ (শনিবার) বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে রাজধানীর একটি জিমে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রয়াত চিত্রনায়ক জসিমের ছেলে এ কে রাতুল।

ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে আলম জানান, উত্তরার একটি জিমে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন রাতুল। সেখান থেকে তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

মাত্র একদিন আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকতে দেখা গেছে রাতুলকে। সুস্থ-স্বাভাবিকই ছিলেন তিনি। তবে শনিবার বিকেলেই জিমে হৃদরোগে আক্রান্ত হন এই যুবক। তার এই অকালমৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না ভক্তরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই আক্ষেপের সুরে লিখেছেন, জসিম বেঁচেছিলেন মাত্র ৪৮ বছর। তার সন্তান বাবার বয়সটুকুও পেলেন না!

শুধু তাই নয়, জসিমের আচমকা মৃত্যুর খবর যেমন চমকে দিয়েছিল সকলকে, রাতুলের মৃত্যুর খবরও অবিশ্বাস্য মনে হচ্ছে তার গানের ভক্তদের। অনেকেই গায়ককে নিয়ে বিভিন্ন স্মৃতিচারণ করছেন ফেসবুকে।

প্রসঙ্গত, নায়ক জসিমের তিন ছেলের একজন এ কে রাতুল। বাবার পথ ধরে অভিনয়ে নাম লেখাননি তারা, কাজ করেছেন সংগীতজগতে। তিনজনই যুক্ত ব্যান্ডের সঙ্গে।

এর মধ্যে রাহুল ‘ট্রেনরেক’ ব্যান্ডের গিটারিস্ট ও ‘পরাহো’ ব্যান্ডের ড্রামার, রাতুল ও সামী যুক্ত ছিলেন ‘ওইনড’ ব্যান্ডের সঙ্গে। রাতুল ওইনডের ভোকালিস্ট ও বেজিস্ট, সামী ড্রামার।

জাফলংয়ে নিখোঁজের ৩ দিন পর পর্যটকের লাশ উদ্ধার

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে মুকিত আহমদ (১৮) নামের নিখোঁজ পর্যটকের লাশ তিন দিন পর উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৭ জুলাই) সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকায় পর্যটক মুকিত আহমদের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে নিখোঁজ মুকিতের মরদেহ বলে শনাক্ত করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমদ জানান, রোববার সকালে মুকিতের মরদেহ পানিতে ভেসে উঠলে তা উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার প্রস্তুতী চলছে।

নিহত মুকিত আহমদ সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার রায়নগর এলাকার শামসুদ্দিন মিয়ার ছেলে। তারা বর্তমানে সিলেটের মাছিমপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো।

এরআগে, গত শুক্রবার জাফলংয়ের পিয়াইন নদীর জিরো পয়েন্ট এলাকায় পানিতে নামলে স্রোতের টানে তলিয়ে গিয়ে সে নিখোঁজ হয়। ঘটনার তিনদিন পর জাফলংয়ের বল্লাঘাট এলাকায় তার লাশ ভেসে উঠে।

মুকিতসহ তারা ২৮ জনের একটি টিম বাসে করে শুক্রবার সকালে জাফলংয়ে বেড়াতে আসে। দুপুরের দিকে তারা সবাই নদীর পাড়ে ফুটবল খেলতে নামে। খেলা শেষে তারা তিনজন নদীর পানিতে নামলে স্রোতের টানে তলিয়ে যায়। বাকি দু’জন তীরে উঠলেও স্রোতের টানে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় মুকিত।

খবর পেয়ে স্থানীয় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়।

ওবায়দুল কাদেরকে পালাতে সহায়তা করার দাবি, সেই যুবদল নেতা আটক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভারতে পালাতে সহায়তার দাবি করে আলোচনায় আসা যশোর জেলা যুবদলের বহিষ্কৃত নেতা ইস্কান্দার আলী ওরফে জনিকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

শুক্রবার (২৫ জুলাই) রাত ৮টার দিকে ঢাকার খিলক্ষেতের তালের টেক থানার দক্ষিণ নামাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল হক ভূঁইয়া।

৪২ বছর বয়সী ইস্কান্দার আলী ছিলেন যশোর জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও ডিজিটাল নিরাপত্তা আইনে একাধিক মামলা রয়েছে। যশোর জেলা পুলিশের মিডিয়া সেলের তথ্যমতে, তিনি জেলা যুবদলের দপ্তর সম্পাদক কামরুল ইসলামের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন।

এছাড়া, বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটানো ও হুমকি দিয়ে আসছিলেন।

জনি সম্প্রতি এক ফেসবুক লাইভে দাবি করেন, ওবায়দুল কাদের যশোর সেনানিবাসে অবস্থানকালে তাকে ভারতে পালাতে সাহায্য করেছিলেন তৎকালীন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক। তার এই বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়।

তবে যশোর জেলা বিএনপি ও যুবদলের নেতারা এই বক্তব্যকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে তাকে দল থেকে বহিষ্কার করে। সেনাবাহিনী ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে তার বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় সাইবার নিরাপত্তা আইনে একাধিক মামলা করা হয়।

আত্মগোপনে থাকা জনিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার রাতে আটক করে ডিবি। আজ (২৬ জুলাই) তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

যাত্রীর সঙ্গে দুজনের বেশি ঢুকতে পারবে না শাহজালাল বিমানবন্দরে

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন থেকে যাত্রীর সঙ্গে দুজনের বেশি ব্যক্তি প্রবেশ করতে পারবে না। আগামী রোববার (২৭ জুলাই) থেকে এ নির্দেশনা কার্যকর হবে।

যাত্রীবরণ ও বিদায় জানাতে আগতদের জন্য নতুন এই নির্দেশনা জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

নির্দেশনায় বলা হয়েছে, যাত্রীদের সঙ্গে সর্বোচ্চ দুজন ব্যক্তি ডিপারচার ড্রাইভওয়ে ও এরাইভাল ক্যানোপি এলাকায় প্রবেশ করতে পারবেন। যাত্রী চলাচল স্বাভাবিক রাখা, বিমানবন্দর এলাকায় যানজট নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বর্তমানে প্রতি বছর প্রায় ১ কোটি ২৫ লাখ যাত্রী শাহজালাল বিমানবন্দর ব্যবহার করেন। প্রতিদিন পরিচালিত হয় ১৪০ থেকে ১৫০টি আন্তর্জাতিক ফ্লাইট। যাত্রী চাপ বিবেচনায় এনে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। নির্দেশনাটি মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

মেয়েকে না পেয়ে পরা ব্যাগ নিয়ে বাড়ি ফিরলেন মা

রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় এখনও খোঁজ মেলেনি তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মরিয়ম উম্মে আফিয়ার (৯)। নিখোঁজ মেয়ের খোঁজে বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল পৌনে ১১টার দিকে স্কুলে ছুটে আসেন তার মা তামিমা উম্মে ও স্বজনরা।

প্রিয় সন্তানের সন্ধানে স্বজনদের সঙ্গে স্কুল চত্বরে প্রবেশ করলেও শেষ পর্যন্ত ফিরে যেতে হয়েছে পোড়া স্কুল ব্যাগ হাতে। দুপুর ১২টার দিকে কান্না জড়িত অবস্থায় বেরিয়ে আসেন তামিমা। এ সময় স্বজনদের হাতে আফিয়ার পোড়া স্কুল ব্যাগটি দেখা যায়, যা উদ্ধার করা হয়েছে বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে।

আফিয়ার মামা সাব্বির জানান, ‘ভাগ্নির শোকে আমার বোন প্রায় পাগল হয়ে গেছেন। তিনি শারীরিকভাবে এতটাই অসুস্থ যে এখন ঠিকমতো কথা বলতেও পারছেন না। আমাদের বাসা তুরাগের চন্ডালভোগে।’

বিমান দুর্ঘটনায় নিহত, আহত ও নিখোঁজদের তথ্য সংগ্রহের জন্য মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে একটি হেল্প ডেস্ক খোলা হয়েছে। নিখোঁজ আফিয়ার তথ্য দিতেই সেখানে এসেছিলেন তামিমা ও তার স্বজনরা।

ছোট ভাই নিখোঁজ, বোনকে খুঁজে পেয়েছেন মা

একইভাবে এই স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী রাবেয়াকে স্কুল থেকে নিতে এসেছিলেন তার মা হাসিনা ও সাত বছর বয়সী ভাই হাসান। সোমবার বিমান বিধ্বস্ত হওয়ার মুহূর্তে তিনজনই স্কুল চত্বরে ছিলেন। বিস্ফোরণের পরপরই শুরু হয় হুড়োহুড়ি। পরে রাবেয়া ও মা হাসিনার সন্ধান মিললেও এখন পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি হাসানের।

বৃহস্পতিবার (২৪ জুলাই) হাসানের সন্ধানে আবারও স্কুলে ছুটে আসেন স্বজনরা। হাসিনার খালাতো বোন সামিয়া ইসলাম বলেন, ‘বিমান বিধ্বস্তের দিন হাসান তার মায়ের সঙ্গে স্কুলে এসেছিল। দুর্ঘটনার পর মা ও বোনকে পাওয়া গেলেও হাসানের কোনও খোঁজ নেই। আমরা বিভিন্ন হাসপাতালে খোঁজ করেছি, কোথাও তাকে পাইনি।’

সিলেটে গোয়েন্দা পুলিশ ধরলো নারীসহ ৬জনকে

সিলেটে গোয়েন্দা পুলিশের অভিযানে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে নারী-পুরুষসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) আনুমানিক পৌনে ২টার দিকে সিলেট নগরীর তালতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মো. আফতাব উদ্দিন (৪৫), কয়েছ উদ্দিন (২০), মো. ফয়জুল ইসলাম (৪৩), মো. পারভেজ মিয়া (২৪), মোছা. মাহিনুর আক্তার (১৯), রোকেয়া বেগম (৪০)।

জানা যায়, বৃহস্পতিবার আনুমানিক পৌনে ২টার দিকে সিলেট নগরীর তালতলা এলাকায় ‘ছাদী গেষ্ট হাউস’আবাসিক হোটেল এর ২য় তলার ৬০৬ নং কক্ষে গোয়েন্দা পুলিশের অভিযান পরিচালনা করে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে নারী-পুরুষসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের বিষয়ে কোতোয়ালী মডেল থানার নন এফআইআর নং- ৩০৮, তারিখ-২৪/০৭/২০২৫ খ্রিঃ ধারা-সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ রুজু হয়।

সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘সিলেট নগরীর তালতলা এলাকায় গোয়েন্দা পুলিশের অভিযানে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে নারী-পুরুষসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের বিষয়ে কোতোয়ালী মডেল থানার নন এফআইআর নং- ৩০৮, তারিখ-২৪/০৭/২০২৫ খ্রিঃ ধারা-সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ রুজু হয়। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

বোনের পর চলে গেলো ভাই নাফিও

উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় বোন নাজিয়ার পর মৃত্যু হয়েছে তার ভাই নাফির (৯)। সে উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

মঙ্গলবার(২২ জুলাই)দিবাগত রাত সোয়া ১২ টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে(আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

নাজিয়া ও নাফি বাবা-মায়ের সঙ্গে উত্তরার কামারপাড়া এলাকায় থাকত। নাজিয়া তৃতীয় শ্রেণীতে আর নাফি প্রথম শ্রেণীতে পড়ত।

রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, “উত্তরা বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ নাফি রাতে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা যায়। তার শরীরের ৯৫ শতাংশ ফ্লেইম বার্ন হয়েছিল। এর আগে গতকাল রাত তিনটার দিকে তার বোন নাজিয়া মারা যায়। তার শরীরের ৯০ শতাংশ বার্ন হয়েছিল। এই ঘটনায় এখন পর্যন্ত আমাদের এখানে ১১ জন শিক্ষার্থী-শিক্ষক মারা গেলো। এছাড়া ঢাকা মেডিকেলের বার্নে এক শিক্ষার্থীর মৃত্যু হয়।

উল্লেখ্য, উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় সোমবার দিবাগত রাতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিক্ষিকা মাসুকা। ভোর রাতের দিকে ৯ বছরের শিশু বাপ্পি চিকিৎসাধীন অবস্থায় আইসিইতে মারা যায়। তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। মধ্যরাতে আরও চার শিক্ষার্থী মারা যায়। এই চারজনের মধ্যে এরিকসন শরীরের ১০০ শতাংশ, আরিয়ানের শরীরের ৮৫ শতাংশ, নাজিয়ার শরীরের ৯০ শতাংশ এবং সায়ান ইউসুফ এর শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তানভীর আহমেদ, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আফনান ফাইয়াজ, মাইলস্টোনের প্রাইমারি সেকশনের হেড কো-অর্ডিনেটর মাহেরীন চৌধুরী ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ সামিন মারা যায়।