সিলেটের বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় বদরুল ইসলাম (৪৫) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
রোববার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের টিকরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত বদরুল ইসলাম উপজেলার চারখাই ইউনিয়নের খলাগ্রামের বাসিন্দা। তিনি সোনালী ব্যাংক পিএলসির চারখাই বাজার শাখার সিনিয়র অফিসার ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের টিকরপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়লে তিনি বাসটির নিচে চাপা পড়ে মারা যান। রাতে আহত যাত্রীদের উদ্ধার করলেও রাত ১২টার দিকে বাসটি উদ্ধার করলে বাসের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফউজ্জামান মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে লাশ ময়নাতদন্ত করা ছাড়াই দাফনের আবেদন করা হয়েছে।