Tuesday, January 20, 2026

Top 5 This Week

Related Posts

প্রবাসীকে অপহরণের ঘটনায় বিয়ানীবাজারের যুবক গ্রেফতার

লিবিয়ায় সুমন মিয়া নামের এক যুবককে অপহরণ করে টাকা আদায়ের ঘটনায় সিলেটের বিয়ানীবাজার থেকে ছাদেক আহমদকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (২০ জানুয়ারি) জালালাবাদ থানা পুলিশ তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

এরআগে সোমবার (১৯ জানুয়ারি) রাতে র‌্যাবের একটি দল অপহরক ছাদেককে বিয়ানীবাজার থানাধীন বৈরাগীবাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে।গ্রেফতারকৃত ছাদেক আহমদ বিয়ানীবাজারের খশির গ্রামের শাহ আলমের ছেলে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করে র‌্যাব।

র‌্যাব জানায়, ভিকটিম সুমন মিয়া নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন চর কিশোরগঞ্জ এলাকার বাসিন্দা। গত ৮ বছর পূর্বে লিবিয়ায় যায় এবং সেখানেই অবস্থান করে আসছে সুমন। লিবিয়ায় থাকা অবস্থায় সুমনের সাথে আবু বক্কর নামের একজনের পরিচয় হয়। ঘটনার প্রায় ৩ মাস পূর্বে সুমনের পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ায় তিনি আবু বক্করের নিকট পাসপোর্ট এর মেয়াদ বাড়ানোর জন্য দেন।

এজন্য ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর লিবিয়া প্রবাসী সুমন বাংলাদেশে থাকা তার পরিবারকে ফোন দিয়ে জানান যে আবু বক্করসহ অজ্ঞাতনামা ৩/৪ জন ব্যক্তি তাকে অপহরণ করে টাকা দাবী করছে। টাকা না দিলে তারা তাকে প্রাণে মেরে ফেলবে। পরবর্তীতে ভিকটিমের পরিবারের লোকজন ভিকটিমের দেওয়া তিনটি নাম্বারে বিভিন্ন সময় বিকাশের মাধ্যমে সর্বমোট ৩ লাখ ১৭ সতেরো হাজার টাকা পাঠায়। টাকা পাঠানোর পর থেকে ভিকটিমের পরিবার ভিকটিমের সাথে যোগাযোগ করতে পারেনি।

এ ঘটনায় ২০২৫ সালের ২০ ডিসেম্বর সকালে অজ্ঞাত ব্যক্তি একটি নাম্বার থেকে ভিকটিমের ভাই রিয়াদ হোসেনের মোবাইল নাম্বারে ফোন করে আরও ৩/৪ লক্ষ টাকা চায় এবং উক্ত টাকা না দিলে সে আবু বক্করের মাধ্যমে ভিকটিমকে মেরে ফেলার হুমকি দেয়। এ ঘটনায় প্রবাসী সুমনের ভাই জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করেন।

Popular Articles