Tuesday, August 26, 2025
Home Blog Page 82

গাড়ি উল্টে রক্তাক্ত, তার মধ্যেই সেলফি তুলছেন দুই নারী!

গাড়ি উল্টে ৫ নারী আরোহীর সবাই কম-বেশি আহত। এরমেধ্যে দুজন গুরুতর আহত, রক্তও ঝরছে। এমন অবস্থায় নিজেদের বা সঙ্গীদের অবস্থার দিকে কিংবা গাড়ি উদ্ধারের দিকে মনোযোগ না দিয়ে সেলফি তুলতে ব্যস্ত হয়েছে পড়েছেন রক্তাক্ত দুই নারী।

তাদের সেলফি তোলার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। তা দেখে হতভম্ব নেটিজেনরা। ওই দুই নারীর মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

গত শনিবার মেক্সিকোর কুয়েরনাভাকা শহরে ঘটেছে এই ঘটনা। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

চলন্ত অবস্থায় গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় তা উল্টে যায়। গাড়িটিতে তখন ৫ জন যাত্রী ছিলেন। তাদের সবাই নারী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনায় আহত পাঁচজনের মধ্যে দুজন সড়কের পাশে ফুটপাতে বসে একসঙ্গে সেলফি তুলছেন। অথচ এ সময় তাদের দেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং সেখান থেকে রক্ত ঝরছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা যে সেলফি পোস্ট করেছেন সেখানেও তাদের রক্তাক্ত অবস্থাতে দেখা গেছে।

একটি ভিডিওতে দেখা গেছে, পুলিশ এসে যখন তাদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছে তখনও সেলফি তোলা দুই নারীর মধ্যে একজন ঠিকমতো হাঁটতে পারছিলেন না।

শুধু তাই নয়, গুরুতর এই অবস্থায় তারা যখন ক্ষতিগ্রস্ত গাড়িটির পাশে প্রাথমিক চিকিৎসার জন্য অপেক্ষা করছিলেন তখনও সেলফি তুলছিলেন।

পরে অবশ্য তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে ৫ নারী যাত্রীর কারও পরিচয় প্রকাশ করা হয়নি।

চেস্টার সিটির ডেপুটি মেয়র নির্বাচিত হলেন সিলেটের শিরিন আক্তার

যুক্তরাজ্যের চেস্টার সিটির ডেপুটি মেয়র হিসেবে শপথগ্রহণ করেছেন প্রথম বাংলাদেশি নারী, সিলেটের বিশ্বনাথ উপজেলার উত্তর ধর্মদা গ্রামের শাহ হুশিয়ার উল্ল্যা ও পারভীন আক্তার দম্পতির দ্বিতীয় মেয়ে শিরিন আক্তার। রোববার (১৯ মে) অফিস হলে তাকে শপথবাক্য পাঠ করানো হয়।

২০২৩ সালের ৪ মে স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ‘চেস্টার সিটির আপটন’ এলাকা থেকে প্রথম বাংলাদেশি হিসেবে কাউন্সিলর নির্বাচিত হন শিরিন।

প্রথমবারের মতো কাউন্সিলার বিজয়ী হওয়ার পর থেকেই চেস্টার সিটি কাউন্সিলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন শিরিন।

প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র হয়েছেন, কেমন লাগছে জানতে চাইলে শিরিন জানান, চেস্টার সিটির ইতিহাসে আমিই প্রথম বাংলাদেশি মুসলিম ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছি। এতে আমি অনেক অনেক খুশি। দোয়া করবেন আমি যেন ভালোভাবে কাজ করে যেতে পারি। রাজনীতির পাশাপাশি কমিউনিটির নানা কাজ যেন সম্পন্ন করতে পারি।
চেস্টার সিটির ডেপুটি মেয়র নির্বাচিত হলেন সিলেটের শিরিন আক্তার
ব্রিটেনের মূলধারার রাজনীতিতে তরুণদের আসার আহ্বান জানিয়ে শিরিন আক্তার আরও বলেন, আমার মতে তরুণদের রাজনীতিতে আসা দরকার। তারা এলে ভালো করতে পারবে। আমাদের কমিউনিটি থেকে আরও কাউন্সিলর দেখতে চাই। যা সহযোগিতা দরকার আমি করব।

বাংলাদেশি বংশোদ্ভূত শিরিন আক্তারের জন্ম যুক্তরাজ্যে হলেও ছোট বেলায় তিনি বিশ্বনাথের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই বছর লেখাপড়া করেন। পরে বাবা-মায়ের সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান এবং সেখানে মাস্টার্স সম্পন্ন করেন।

বর্তমানে তিনি সেখানে বিভিন্ন সামজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এছাড়া শিরিন আক্তারের নির্বাচনী প্রচারণায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাততি রেজওয়ানা সিদ্দিক টিউলিপসহ বাঙালি কমিউনিটির বিভিন্ন স্তরের নেতাকর্মী অংশ নিয়েছিলেন।

শিরিন আক্তার যুক্তরাজ্যে ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ায় বাঙালি কমিউনিটির পাশাপাশি নিজ জন্মভূমি বিশ্বনাথ তথা সিলেটে থাকা আত্মীয় স্বজনদের মধ্যেও আনন্দের বন্যা বইছে।

নিউ ইয়র্কে ‘প্রভাবশালী ১০০ এশিয়ানের’ মধ্যে ৩ বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কভিত্তিক স্থানীয় ও রাষ্ট্রীয় রাজনীতি ও নেতৃত্ব নিয়ে কাজ করা গণমাধ্যম সংস্থা ‘সিটি অ্যান্ড স্টেট নিউ ইয়র্ক’ প্রকাশিত ‘প্রভাবশালী ১০০ এশিয়ানের’ মধ্যে জায়গা পেয়েছেন ৩ বাংলাদেশি।

চলতি মাসের শুরুতে প্রকাশিত ‘দ্য ২০২৪ পাওয়ার অফ ডাইভার্সিটি: এশিয়ান ১০০’ শিরোনামে এ তালিকায় থাকা বাংলাদেশি-আমেরিকানরা হলেন- নিউ ইয়র্ক সিটি কাউন্সিলওম্যান শাহানা হানিফ (৩৩), শ্রমিকনেতা মাফ মিসবাহ উদ্দিন এবং সংগঠক তানভির চৌধুরী (২২)।

তালিকায় শাহানা হানিফ রয়েছেন ১৭ নাম্বারে। ডেমোক্রেটিক পার্টির তৃণমূলের সংগঠকদের অন্যতম নেতা তিনি, কাজ করেন অভিবাসী সমাজের অধিকার ও মর্যাদা নিয়ে।

শাহানার জন্ম ও বেড়ে উঠা নিউ ইয়র্কে হলেও বাংলায় কথা বলে বাংলাদেশি অভিবাসী সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড এলাকায় চট্টগ্রাম সমিতির নেতা মোহাম্মদ হানিফ তার বাবা। তাদের আদিনিবাস চট্টগ্রামে।

তালিকায় ৩৪ নাম্বারে রয়েছেন নোয়াখালীর সন্তান মাফ মিসবাহ উদ্দিন। তিনি নিউ ইয়র্কে শ্রমিক ইউনিয়ন ‘ডিস্ট্রিক্ট কাউন্সিল ৩৭’-এর কোষাধ্যক্ষ এবং ২০০০ সাল থেকে সিটির অ্যাকাউন্ট্যান্ট, স্ট্যাটিসটিক্স অ্যান্ড অ্যাকচুয়ারিজ ইউনিয়নের নির্বাচিত সভাপতি।

মিসবাহ উদ্দিনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রে গড়ে উঠেছে ‘অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান লেবার’ (অ্যাসাল)। এ সংগঠন সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন কংগ্রেস, স্টেট সিনেট, স্টেট অ্যাসেম্বলি ও সিটি কাউন্সিলে বাংলাদেশি ও দক্ষিণ এশিয়ান প্রার্থীদের বিজয়ে ভূমিকার পাশাপাশি বাংলাদেশিদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করতে অবদান রেখেছে।

তালিকায় ৯৭ নাম্বারে রয়েছেন তানভির চৌধুরী (২২)। ব্রঙ্কসের বাসিন্দা তানভির লেখাপড়ার পাশাপাশি ডেমোক্র্যাটিক পার্টির সঙ্গে জড়িত হয়ে ইতোমধ্যে মূলধারা ও প্রশাসনে অনেকের দৃষ্টি কেড়েছেন।

সম্প্রতি অনুষ্ঠিত নিউ ইয়র্ক কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-৩ এর বিশেষ নির্বাচনে বিজয়ী টম সোউজির ভোট ব্যাংকে বাংলাদেশি তথা দক্ষিণ এশিয়ানদের যুক্ত করতে ভূমিকা পালন করেছেন তানভীর। তার নেতৃত্বে কাজ করছে ‘দ্য সি ব্লু নিউ ইয়র্ক’ নামে একটি সংগঠন। এটি মূলত অভিবাসী সমাজ ও নতুন প্রজন্মের ভোটারকে মার্কিন রাজনীতির সঙ্গে সম্পৃক্ততায় কাজ করে।

রাজনীতি, সমাজ, সম্প্রদায় এবং বহুজাতিক সমাজের কল্যাণে কাজ করা অভিবাসীদের উপর পর্যবেক্ষণ ও গবেষণার ভিত্তিতে শত প্রভাবশালীর এ তালিকায় এশিয়ান-আমেরিকান নেতা হিসেবে ‘বিশেষ স্থানে’ রাখা হয়েছে কংগ্রেসওম্যান গ্রেস মেং এবং নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিওম্যান জেনিফার রাজকুমারকে।

এছাড়া ‘সিটি অ্যান্ড স্টেট নিউ ইয়র্ক’ এর তথ্যানুসারে নিউ ইয়র্কে ৮ শতাধিক ভাষাভাষী মানুষের মধ্যে নবম বৃহত্তম ভাষা হচ্ছে বাংলা। এ অঙ্গরাজ্যে ৩ লাখের বেশি বাংলাভাষীর বাস।

তবে মার্কিন রাজনীতিতে তারা ‘ঐক্যের অভাবে এগিয়ে যেতে পারছেন না’ বলে অভিমত অভিবাসীদের। আসছে নভেম্বরে জাতীয় নির্বাচনে এ ‘অনৈক্য’ কেটে যাবে বলে প্রত্যাশা তাদের

পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, ভিডিও দেখে প্রবাসীদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ওজনপার্ক এলাকায় ১৯ বছর বয়সী বাংলাদেশি তরুণ উইন রোজারিও কীভাবে পুলিশের গুলিতে নিহত হয়েছে তার একটি ভিডিও প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস।

গত শুক্রবার পুলিশের বডি ক্যামেরার ভিডিও ফুটেজটি প্রকাশ করা হয়। উইন রোজারিওর মৃত্যুর এ লোমহর্ষক ভিডিও দেখে উদ্বেগ প্রকাশ ও হতবাক হয়েছে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা।

পুলিশি হত্যাকাণ্ডের ঘটনায় জনসাধারণের মনে স্বচ্ছতা বৃদ্ধি আর আস্থা জোরদারের জন্যই ভিডিওটি প্রকাশ করা হয় বলে জানিয়েছেন নিউ ইয়র্ক সিটির অ্যাটর্নি জেনারেল।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ৯১১-এ খবর পাওয়ার পর পুলিশ অফিসার রোজারিওর ছোট ভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে তাদের বাসায় প্রবেশ করে। এসময় রোজারিও রান্না ঘরের ড্রয়ার থেকে কাচি বের করে পুলিশের দিকে নিক্ষেপের চেষ্টা করলে তার মা কাঁচি ছাড়িয়ে নেয়।

পরবর্তীতে রোজারিও আবার পুলিশের দিকে তেড়ে আসলে পুলিশ তাকে নিবৃত করতে রাবার বুলেট ছুড়ে মারে। এসময় রোজারিও পুলিশকে চলে যেতে চিৎকার করতে থাকে এবং পুলিশও ক্ষিপ্ত হয়ে ওঠে। এসময় তার মা ও ভাই রোজারিওকে গুলি না করতে পুলিশের প্রতি বারবার অনুরোধ করা সত্ত্বেও পুলিশ রোজারিওকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি করে। গুলি চালানোর সময় অপর এক পুলিশ কর্মকর্তাকেও বাধা দিতে দেখা গেছে। কিন্তু তিনি তার কথা না শুনে আবারও গুলি করেন। মাত্র তিন মিনিটের মধ্যেই রোজারিওকে হত্যার ঘটনা ঘটে।

এদিকে নিউইয়র্ক পুলিশ এক বিবৃতিতে বলেছে যে, রোজারিও নিহতের ঘটনায় জড়িত দুই পুলিশ কর্মকর্তার শিল্ড ও আগ্নেয়াস্ত্র প্রত্যাহার পূর্বক তাদের পরিবর্তিত অ্যাসাইনমেন্ট-এ রাখা হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

ভিডিওটি প্রকাশের পর শুক্রবার বিকেলে রোজারিওর মা-বাবা তাদের প্রতিক্রিয়ায় বলেছেন, আমাদের নির্দোষ ছেলেকে পুলিশ নির্মমভাবে হত্যা করেছে। ঘটনার সময় দায়িত্বপালনকারী অফিসারদের বরখাস্ত এবং রোজারিওকে হত্যার অভিযোগে ওই দুই অফিসারের বিচার দাবি করেছেন তারা বাবা ফ্রান্সিস রোজারিও।

গত ২৭ মার্চ নিউইয়র্কের ওজনপার্কের ১০৩ স্ট্রিট ও ১০১ এভিনিউতে নিজ বাসায় মা ও ছোট ভাইয়ের সামনেই পুলিশের গুলিতে নিহত হন উইন রোজারিও। ওই ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা তীব্র ক্ষোভ প্রকাশ করে দ্রুত ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বিচার দাবি করেছেন।

নিউইয়র্কে গাড়ি ছিনতাইয়ে বাধা দেওয়ায় দুর্বৃত্তের হামলায় বাংলাদেশি আহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন একজন বাংলাদেশি। স্থানীয় সময় শুক্রবার বিকেলে নিউইয়র্কের জ্যামাইকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম খোরশেদ আলম রিংকু। তিনি খণ্ডকালীন কাজের ফাঁকে ফটো সাংবাদিকতার কাজ করেন।

খোরশেদ আলম রিংকুকে গুরুতর আহ্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকেলে তিনি গাড়ি নিয়ে ব্যক্তিগত কাজে জ্যামাইকায় গিয়েছিলেন। সেখানে বেশ কয়েকজন দুর্বৃত্ত তার গাড়িটি ছিনতাইয়ের চেষ্টা করে। বাধা দিলে দুর্বৃত্তরা চড়াও হয়ে তার মাথায় আঘাত করে গাড়ি নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে গাড়ি উদ্ধার করলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

রিংকু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আশ্রয় আবেদন প্রত্যাখ্যাত হওয়া ১০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য

প্রায় ১১ হাজার বাংলাদেশি ছাত্র গত বছর ভ্রমণ কিংবা কাজের ভিসায় যুক্তরাজ্যে যান। সেখানে তারা বসবাসের জন্য আশ্রয়ের আবেদন করেছিলেন। দেশটিতে প্রাথমিক আশ্রয়ের জন্য তাদের মধ্যে মাত্র ৫ শতাংশের আবেদন মঞ্জুর হয়। বাকি ১০ হাজারের বেশি বাংলাদেশির আবেদন খারিজ করে দিয়েছে যুক্তরাজ্যের অভিবাসন কর্তৃপক্ষ। আবেদন খারিজ হওয়া এসব আশ্রয়প্রার্থীদের এখন বাংলাদেশে ফেরত পাঠাবে যুক্তরাজ্য। যুক্তরাজ্য ও বাংলাদেশ ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তির আওতায় এই বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানো হবে। খবর- দ্য টেলিগ্রাফ

অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানো সহজ করতে চলতি সপ্তাহে বাংলাদেশের সঙ্গে এ নতুন চুক্তি করেছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের অবৈধ অভিবাসন বিষয়ক মন্ত্রী মাইকেল টমলিনসন বাংলাদেশের সঙ্গে একটি ফাস্ট-ট্র্যাক রিটার্ন চুক্তি স্বাক্ষর করেন। এর আগে লন্ডনে স্বরাষ্ট্র বিষয়ক প্রথম যৌথ ইউকে-বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপে উভয় পক্ষ রিটার্ন চুক্তির বিষয়ে সম্মত হয়। উভয় দেশ পারস্পরিক অংশীদারিত্বের পাশাপাশি অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ে সহযোগিতার ব্যাপারে জোরালো অঙ্গীকার করে।

এই চুক্তির আওতায় আশ্রয় (অ্যাসাইলাম) আবেদন প্রত্যাখান হওয়া বাংলাদেশি নাগরিকদের ‘ফাস্ট-ট্রাক’(দ্রুত) পদ্ধতিতে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এছাড়া যারা অপরাধী ও ভিসা নিয়ে দেশটিতে প্রবেশের পর বাড়তি সময় থাকছেন তাদেরও ফেরত পাঠানো সহজ করবে চুক্তিটি।

প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিবাসীরা গত বছরের মার্চ থেকে আন্তর্জাতিক শিক্ষার্থী, কর্মী বা ভিজিটর ভিসায় যুক্তরাজ্যে যাওয়ার পর শুধুমাত্র স্থায়ীভাবে বসবাসের জন্য রাজনৈতিক আশ্রয় দাবি করেন। এতে আরও বলা হয়, ভিসা একটি নির্দিষ্ট সময়ের জন্য অন্য দেশের মানুষকে যুক্তরাজ্যে থাকার অনুমতি দেয়। কিন্তু যুক্তরাজ্যে প্রবেশের পর কেউ আশ্রয়ের আবেদন করলে সেখানে তার অবস্থান অনির্দিষ্ট হয়ে যায়। ২০২৩ সালের মার্চ পর্যন্ত রেকর্ড ২১ হাজার ৫২৫ জন ভিসাধারী যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন করেন যা আগের বছরের তুলনায় ১৫৪ শতাংশ বেশি।

এতে আরও বলা হয়, ভিসা নিয়ে যুক্তরাজ্যে প্রবেশের পর আশ্রয় প্রার্থীর শীর্ষে রয়েছে পাকিস্তান, এরপরের অবস্থানে আছে বাংলাদেশ, ভারত, নাইজেরিয়া ও আফগানিস্তান। গত বছর যুক্তরাজ্য থেকে বিভিন্ন দেশের ২৬ হাজার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

সিলেটে এসএসসিতে জমজ ২ বোন প্রমি ও প্রাচীর গোল্ডেন জিপিএ-৫ অর্জন

এবারের এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে দুই জমজ বোন রাইসা আহমেদ প্রমি ও রামিসা আহমেদ প্রাচী। তারা উভয়ে সিলেট সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সকল বিষয়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

রাইসা আহমেদ প্রমি ও রামিসা আহমেদ প্রাচী সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের নভাগি গ্রামের বাসিন্দা জুয়েল আহমদ ও মুনালিয়া আক্তার ইনার জমজ সন্তান। তারা বর্তমানে নগরী সোনার পাড়া এলাকার বসবাস করছে। তাদের পিতা জুয়েল আহমদ দক্ষিণ সুরমা টেকনিক্যাল রোডের বিশিষ্ট ব্যবসায়ী ও মদিনা অটো রাইস মিলের স্বত্তাধিকারী ।

প্রমি ও প্রাচী সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ এবং সিলেট ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ইনস্টিটিউটস্ এসোসিয়েশন (সেল্টা) এর সাংগঠনিক সম্পাদক হাসান পারভেজ এর ভাতিজি।

কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনে দুই জমজ বোন ও তাদের পরিবারের সবাই আনন্দিত। প্রমি ও প্রাচী উভয়েই ভবিষ্যতে ডাক্তার হয়ে গরীব দুঃখী মানুষের সেবা করতে আগ্রহী। তারা সকলের দোয়া প্রার্থী।

বিয়ানীবাজারে ফের মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত

বিয়ানীবাজার পৌরশহরে মোটরসাইকেল দুর্ঘটনায় মিজানুর রহমান নামে এক মধ্যপ্রাচ্য প্রবাসী তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে পৌরশহরের দক্ষিণ বাজারস্থ ফুড ভিলেজ রেস্টুরেন্টের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রবাসী তরুণ বিয়ানীবাজার পৌরসভার নিদনপুর গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে। সম্প্রতি তিনি মধ্যপ্রাচ্যের দেশ ডুবাই থেকে দেশে ফিরেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ানীবাজার পৌরশহর থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি দিকে যাচ্ছিলেন মিজানুর রহমান। যাবার সময় দক্ষিণ বাজারস্থ এলাকার সড়কের আইল্যান্ডের সাথে ধাক্কা লাগায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশে পড়ে যান তিনি। সেসময় স্থানীয়রা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে তাকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতাল প্রাঙ্গনে ছুটে যান বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধরসহ একদল পুলিশ। পরে স্বজনদের অনুরোধে আইনী প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

এদিকে, গত ৩ মে সন্ধ্যায় বিয়ানীবাজার পৌরশহরের খাসা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিপলু আহমদ নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছিলেন। এ ঘটনার দাগ এখনো কাটিয়ে উঠতে পারেননি বিয়ানীবাজারবাসী। এর ঠিক ১৩ দিন পর প্রায় একইরকম একটি দুর্ঘটনায় আরও একটি তাজা প্রাণ হারানোর ঘটনায় শোকের ছায়া বইছে উপজেলাবাসীর মধ্যে।

নতুন ছবির প্রচারে অভিনব পন্থা জাহ্নবীর

আগামী ৩০ মে মুক্তি পাচ্ছে জাহ্নবী কাপুর অভিনীত সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে ট্রেলার। আর সেই ছবির থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে নানা লুকে ক্যামেরার সামনে ধরা দিচ্ছেন নায়িকা।

লাল-নীলে ঘেরা শাড়ির সঙ্গে ম্যাচিং করা স্লিভলেস ব্লাউজ। আর সেই ব্লাউজের পেছনে লেখা ‘৬ মাহি’। যেহেতু তার নতুন ছবির মূল বিষয় ক্রিকেট, তাই তার বডিকন ড্রেসেও দেখা যাচ্ছে ক্রিকেট বল। লাল বলে সুতার যেমন কাজ থাকে, অবিকল সে রকমই সেলাই দেখা যাচ্ছে অভিনেত্রীর পোশাকেও।

তবে এখানেই শেষ নয়, আইপিএল ম্যাচ দেখতে গিয়েও ছবির প্রমোশন থেকে বিরত থাকেননি তিনি। সেখানে ধরা পড়েছে তার মেথড ড্রেসিং। গাড়িতে বসে হোক বা মাঠে, সব সময়ই তার পরনে ছিল একটি জার্সি। যার সামনে লেখা ‘৬ মাহি’। আর পেছনে ইংরেজিতে লেখা, ‘ক্রিকেট হলো জীবন, আর জীবন হলো ক্রিকেট। ‘

এছাড়া গোলাপি ক্রপ টপে ছবির থিম মিলিয়ে বুকের ওপরে লেখা ৬, সঙ্গে মানানসই সাদা-কালো লং স্কার্টে আবেদনময়ী হয়ে উঠেছেন পর্দার মাহি। ধূসর রঙের সিক্যুয়াল বডি হাগিং পোশাকে শ্রীদেবী কন্যার চোখে-মুখে ব্যক্তিত্বের ছাপ। সঙ্গে থিমের কথা মাথায় রেখে নীলের ছোঁয়ায় ক্রিকেটারের অবয়ব তার পোশাকে।

‘ভারত’ থেকে ঢুকছে রাসেল ভাইপার, ধানকাটা বন্ধ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর তীরবর্তী ও চরাঞ্চলে এখন ধানকাটার মৌসুম চলছে। কিন্তু সেসব চরে বসবাসরত মানুষ রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপের আতঙ্কে ধানকাটা বন্ধ করে আতঙ্কে দিন কাটাচ্ছেন। একের পর এক রাসেল ভাইপারের দেখা মিলেছে চরাঞ্চলের বিভিন্ন এলাকায়। এতে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ভারত থেকে বাংলাদেশে ঢুকছে এ সাপ। বিশেষ করে বন্যা ও নদীর পানিতে ভাসতে ভাসতে বাংলাদেশে ঢুকছে। আর অতিদ্রুত এটি বংশবিস্তার করে চলছে।

উপজেলার বোরচরে কৃষক সুমন বেপারি তার জমিতে ধান কাটতে গিয়ে রাসেল ভাইপার সাপ দেখেন। পরে সবাই মিলে মেরে ফেলে সাপটিকে। এর আগে ফেব্রুয়ারি মাসে গফুর বাদশার আলুর জমিতে দেখা মিলেছিল দুটি রাসেল ভাইপার।

বোরচর এলাকার সানাউল্লাহ মাস্টার জানান, বোরচর এলাকায় গত কয়েক মাস ধরে রাসেল ভাইপারের দেখা মিলছে। এতে জমিতে ফসল কাটতে ভয় পাচ্ছেন শ্রমিকরা।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হাসিবুল ইসলাম জানান, রাসেল ভাইপার সাপ অত্যন্ত বিষধর। এর কামড়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। যদিও এর প্রতিষেধক রয়েছে। সময়মতো চিকিৎসা নেওয়া হলে এ থেকে বাঁচা সম্ভব।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফয়সাল মোহাম্মদ আলী বলেন, চরাঞ্চলে রাসেল ভাইপার সাপের উপদ্রব অনেক বেড়েছে। এখলাসপুর ইউনিয়নের বোরচরে এ সাপের উপদ্রব বেশি। এখন কৃষকরা পায়ে বুট পরে ধান কাটবেন। আর ধানকাটা সব শ্রমিককে বুট দেওয়াও অনেকের পক্ষে সম্ভব নয়। তবে আমাদের জানালে ধানকাটা মেশিন দিয়ে সহায়তা করা হবে।