Thursday, October 16, 2025

Top 5 This Week

Related Posts

নিউইয়র্কে গাড়ি ছিনতাইয়ে বাধা দেওয়ায় দুর্বৃত্তের হামলায় বাংলাদেশি আহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন একজন বাংলাদেশি। স্থানীয় সময় শুক্রবার বিকেলে নিউইয়র্কের জ্যামাইকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম খোরশেদ আলম রিংকু। তিনি খণ্ডকালীন কাজের ফাঁকে ফটো সাংবাদিকতার কাজ করেন।

খোরশেদ আলম রিংকুকে গুরুতর আহ্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকেলে তিনি গাড়ি নিয়ে ব্যক্তিগত কাজে জ্যামাইকায় গিয়েছিলেন। সেখানে বেশ কয়েকজন দুর্বৃত্ত তার গাড়িটি ছিনতাইয়ের চেষ্টা করে। বাধা দিলে দুর্বৃত্তরা চড়াও হয়ে তার মাথায় আঘাত করে গাড়ি নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে গাড়ি উদ্ধার করলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

রিংকু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Popular Articles