Tuesday, August 26, 2025

Top 5 This Week

Related Posts

সিলেটে ভারি বৃষ্টিতে ভূমিধস, মাটিচাপা পড়েছেন একই পরিবারের তিনজন

সিলেটে ভারি বৃষ্টিতে টিলা ধসে একই পরিবারের তিসজন মাটির নিচে চাপা পড়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ।

সোমবার (১০ জুন) সকাল ৬টার দিকে নগরীর মেজরটিলার চামেলীবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভারি বৃষ্টির কারণে টিলার মাটি ধসে একটি আধাপাকা ঘরের ওপর পড়ে। ওই ঘরে সাতজন থাকতেন। তাদের চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনজন এখনও নিখোঁজ। সেনাবাহিনী, পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

স্থানীয়রা জানান, সোমবার ভোর থেকেই সিলেটে ভারি বৃষ্টি হচ্ছে। এ সময় চামেলীবাগ এলাকায় একটি টিলা ধসে পড়ে। টিলার পাশের টিনশেডের একটি বাসায় মাটিচাপা পড়েন এক পরিবারের সাতজন সদস্য। তাদের মধ্যে চারজনকে উদ্ধার করা গেলেও ওই পরিবারের এক দম্পতি ও তাদের দুই বছরের শিশু মাটিচাপা অবস্থায় আছে। তারা হলেন আগা করিম উদ্দিন(৩০) তার স্ত্রী সাম্মি রুজি বেগম (২৫) ও তাদের ছেলে তানিম (২)।

টিলাধসের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য, মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, স্থানীয় কাউন্সিলর জাহাঙ্গীর আলমসহ সিটি করপোরেশনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। বেলা সাড়ে ১১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মাটিচাপা পড়া ব্যক্তিদের উদ্ধার করা সম্ভব হয়নি।

Popular Articles