মাত্র ১৬ বছর বয়সে প্রথম বাংলাদেশি হিসেবে যুক্তরাষ্ট্রে একক উড়োজাহাজ উড্ডয়নের কৃতিত্ব অর্জন করেছে বাংলাদেশি বংশোদ্ভূত আহনাফ আবিদ মাহির।
রোববার স্থানীয় সময় সকাল ৭টায় লস অ্যাঞ্জেলেস হোয়াইটম্যান বিমানবন্দরে প্রথম বাংলাদেশি হিসেবে একা বিমান নিয়ে উড্ডয়ন এবং অবতরণ করে মাহির।
ফ্লাইট ইন্সট্রাক্টরের লিখিত অনুমোদন সাপেক্ষে পরবর্তী এক বছর যাত্রীবিহীন কেবলমাত্র প্রশিক্ষণ নেওয়া বিমানই চালাতে পারবে মাহির। এরপর ১৭ বছর পূর্ণ হলে প্রাইভেট পাইলট সার্টিফিকেট পাবে। তখন বাণিজ্যিক নয় এমন এক ইঞ্জিন বিশিষ্ট বিমান চালানোর অনুমতি পাবে মাহির।
মাহির বাবা বলেন, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। মাহির মা বলেন, সবার কাছে দোয়া চাই যেন সে ভবিষ্যতে এটা ধরে রাখতে পারে।
ফ্লাইট ইন্সট্রাক্টর ইলিয়াস জানান, যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের নিয়ম অনুযায়ী ১৬ বছরে পা রাখার দিন থেকে একা বিমান চালানোর অনুমতি নিয়ে সে প্রথম বিমান চালিয়েছে।
যুক্তরাষ্ট্রে প্রথম কোনো বাংলাদেশি হিসেবে মাহির এ সাফল্যে খুশি প্রবাসী বাংলাদেশিরা। দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নতুন প্রজন্মের অনেকেই পাইলটকে এখন বেছে নিচ্ছেন তাদের অন্যতম প্রধান পেশা হিসেবে। তাদের ধারণা, এই পেশা তাদের আরও সাফল্য এনে দেবে।