Sunday, January 18, 2026

Top 5 This Week

Related Posts

ব্রাজিলে বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ নিয়ে পড়ার সুযোগ

ফুটবলের রাজা পেলেকে কে না চেনেন? তেমনি করে রোনালদো, নেইমার কিংবা কাফু ও কার্লোসের সঙ্গে শুনে থাকবেন। এই ফুটবল তারকারা ব্রাজিলের বাসিন্দা। দেশটির অবস্থান ল্যাটিন আমেরিকায়। এই দেশে বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ নিয়ে পড়ার সুযোগ এলো।

প্রথমবারের মতো ব্রাজিল সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের সুযোগ দিয়েছে। স্নাতক ও স্নাতকোত্তরে ভর্তি হয়ে এই স্কুলারশিপ পাওয়া যাবে। বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের বিনা খরচে পড়ার সুযোগ দিয়েছে ব্রাজিল।

বিনা মূল্যে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নে বাংলাদেশি শিক্ষার্থীরাও এ স্কলারশিপে আবেদনের সুযোগ পাবেন। স্টুডেন্ট কনভিনেন্ট প্রোগ্রামের (পিইসি) আওতায় ব্রাজিলের শতাধিক সরকারি ও বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর। মাধ্যমিক ও সমপর্যায়ের পরীক্ষায় নম্বর থাকতে হবে ৬০ শতাংশ। শিক্ষার্থীরা ব্রাজিলের কেন্দ্রীয় স্বাস্থ্য ব্যবস্থায় বিনা মূল্য চিকিৎসা সুবিধা প্রাপ্ত হবেন।

আবেদন করতে ও আবেদনের অধিকতর বিস্তারিত তথ্যের জন্য dec@itamaraty.gov.br ই–মেইলে যোগাযোগ করা যেতে পারে।

বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।

Popular Articles