সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার হুমায়ূন রশিদ চত্বর এলাকা থেকে মদসহ গ্রেফতার হওয়া বনানী দাস(৫১) নামের এক ভারতীয় নারীকে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
সিলেটে জুমার নামাজের খুতবা দেওয়ার সময় ইমামের মৃত্যু
বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন ইতিহাস, বাড়তে পারে দেশেও
রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ ও আমদানী নিষিদ্ধ ভারতীয় মদ রাখার পৃথক দুটি অভিযোগে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, শনিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে দক্ষিণ সুরমার হুমায়ূন রশিদ চত্বর এলাকা থেকে বনানী দাস নামের ওই ভারতীয় নারীকে গ্রেফতার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ। তিনি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার পানিহাটি আর্শিবাদ এলাকার বাসুদেব দাসের স্ত্রী। তার কাছ থেকে ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
আরও পড়ুন:
ফরিদপুরে প্রতিমা ভাঙচুর, ভারতীয় নাগরিক গ্রেপ্তার!
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৮৭৫; শিক্ষার্থী ৫২ শতাংশ
এঘটনায় এসএমপির দক্ষিণ সুরমা থানায় পৃথক দুটি মামলা দায়ের করে পুলিশ। পরে তাকে আদালতে আদালতে পাঠানো হয় বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।