Sunday, June 15, 2025

Top 5 This Week

Related Posts

সিলেটে মহিলাকে ছুরিকাঘাত, ছিনতাইকারীকে গণধোলাই

সিলেট নগেরে এক ছিনতাইকারীকে আটকের পর গণধোলাই দিয়েছে জনতা। মহিলাকে ছুরিকাঘাতের পর ছিনতাই করে পালানোর চেষ্টাকালে ছিনতাইকারীকে আটক করা হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে নগরের মিরের ময়দান পায়রা আবাসিক এলাকায় ছিনতাইয়ের শিকার হন জনৈক মহিলা। পরে লোকজন ধাওয়া করে নগরের সুবিদবাজার বনকলাপাড়া থেকে মোটরসাইকেলসহ ছিনতাইকারীকে আটক করেন।

স্থানীয়রা জানান, নগরের মিরেরময়দান থেকে মোটরসাইকেলে যুবকরা রিকশার গতিরোধ করে মহিলাকে ছুরিকাঘাত করে স্বর্ণের চেইন ছিনতাই করে। তারা নগরের সুবিদবাজারের দিকে পালিয়ে যায়। ওই মহিলার চিৎকারে আশপাশের লোকজন মোটরসাইকেলটিকে ধাওয়া করেন। এক পর্যায়ে সুবিদবাজার বনকলাপাড়া থেকে মোটরসাইকেলসহ এক ছিনতাইকারীকে ধরতে সক্ষম হন।

স্থানীয় বাসিন্দা সলমান আহমদ চৌধুরী জানান, জনতা প্রায় ২৫ মিনিট ধাওয়া করে ঝুঁকি নিয়ে ছিনতাইকারীদের একজনকে আটক করতে সক্ষম হন। ছিনতাইকারীর কাছ থেকে একটি ছোরা উদ্ধার করেন। ওই সময় ছিনতাইকারীদের মোটরসাইকেলের নাম্বার প্লেট ডেকে রেখেছিল।

Popular Articles