Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

নিউ ইয়র্কে অবৈধসহ ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন ৫০ হাজার বাংলাদেশি







সোমবার অঙ্গরাজ্য সিনেটে পাস হয়েছে বৈধ/অবৈধ নির্বিশেষে সব প্রাপ্তবয়স্কের জন্য ড্রাইভিং লাইসেন্সের বিল। এ বিল পাশের আগে ১২ জুন অনুরূপ আরেকটি বিল পাশ হয় অঙ্গরাজ্য অ্যাসেম্বলিতে। এ বিলে সম্মতি দিয়েছেন রাজ্য গভর্নর এ্যান্ড্রু ক্যুমো, তাই এটি এখন আইনে পরিণত হয়েছে।

এর ফলে অর্ধ লক্ষাধিক বাংলাদেশিসহ সাড়ে ৭ লাখ অবৈধ অভিবাসী ড্রাইভিং লাইসেন্স পাবেন বলে জানায় এ বিলের জন্য রাজপথে আন্দোলনকারি সংগঠনগুলোর অন্যতম ‘ড্রাম’ (দেশজ রাইজিং অ্যান্ড মুভিং)।



এটি নিউ ইয়র্কের জন্য বড় ধরনের একটি বিজয় বলে উল্লেখ করেন ড্রামের সংগঠক কাজী ফৌজিয়া। তিনি জানান, বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় বিজয় উৎসব করা হবে। এ জায়গায় গত ১৫ বছরে কমপক্ষে ৫২বার র‌্যালি করেছি এ দাবি আদায়ের জন্য।

ফৌজিয়া বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন বিরোধী কট্টর অবস্থানে লাখ লাখ কাগজপত্রহীন অভিবাসী সদা-সন্ত্রস্ত জীবনযাপন করছেন। এখন তারা ড্রাইভিং লাইসেন্স পেলে নির্ভয়ে কর্মস্থলে যাতায়াত এবং ব্যাংক অ্যাকাউন্ট খোলাসহ সবকিছু করতে পারবেন। প্রচলিত বিধি অনুযায়ী ট্যাক্স পরিশোধ এবং সড়ক-মহাসড়কে টোল দেবেন।



‘গ্রিন লাইট বিল’ নামে এ বিধি করার দাবিতে আন্দোলনকারি অর্ধ শতাধিক সংগঠনের পক্ষ থেকে নিউ ইয়র্ক রাজ্যের জনপ্রতিনিধিদের অভিনন্দন জানানো হয়েছে। বৈধ কাগজপত্রহীন অভিবাসীদের জন্য ইতোপূর্বে ওয়াশিংটন ডিসি এবং পর্টোরিকোসহ ক্যালিফোর্নিয়া, কলরাডো, ইলিনয়, ম্যারিল্যান্ড, মিনেসোটা, নিউ জার্সি, নিউ মেক্সিকো, নর্থ ক্যারলিনা, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া রাজ্যে বিধি তৈরি হয়েছে।



এ বিলে স্বাক্ষরের সময় অঙ্গরাজ্য গভর্নর এ্যান্ড্রু ক্যুমো জনপ্রতিনিধি ও রাজ্যের অ্যাটর্নি জেনারেলের কাছে নিশ্চয়তা চেয়েছেন যে, অবৈধ অভিবাসীরা যখন ডিএমভি (ডিপার্টমেন্ট অব মটর ভেহিক্যাল) অফিসে লাইসেন্সের জন্য যাবেন তখন ফেডারেল অ্যাজেন্টরা (ইমিগ্রেশন) তাদের ধরতে পারবে না।



এর জবাবে রাজ্যের সলিসিটর জেনারেল বারবারা আন্ডারউড বলেন, অন্য রাজ্যে যেভাবে ইমিগ্রেশন অ্যাজেন্টকে রুখে দেওয়া হচ্ছে একই প্রক্রিয়া এখানেও অবলম্বন করতে হবে।

রাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিশা জেমস বলেন, পাশ হওয়া বিলেই সব ব্যবস্থা নিশ্চিত করা আছে। ইমিগ্রেশন অ্যাজেন্টরা কোনভাবেই রাজ্যের আইন লঙ্ঘন করতে পারবে না কিংবা রাজ্য প্রশাসন তা হতে দেবে না।







You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.