Monday, August 25, 2025

Top 5 This Week

Related Posts

পাক-ভারত যুদ্ধে ২৬ বেসামরিক নিহত, মসজিদে হামলা; ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিত

ভারতের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে অন্তত ২৬ জন বেসামরিক নাগরিক নিহত এবং আরও অন্তত ৪৬ জন আহত হয়েছেন। পাকিস্তানের সামরিক বাহিনীর দাবি, এই আক্রমণের জবাবে তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। খবর, এক্সপ্রেস ট্রিবিউন।

বুধবার এক প্রেস ব্রিফিংয়ে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, ভারত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের ছয়টি এলাকায় মোট ২৪টি বিমান হামলা চালিয়েছে, যেগুলো বেসামরিক স্থাপনায় আঘাত হানে। নিহতদের মধ্যে রয়েছেন শিশু, নারী ও পুরুষ—সবাইই বেসামরিক নাগরিক।

বাহাওয়ালপুরের আহমদপুর ইস্ট এলাকায় সবচেয়ে বড় হতাহতের ঘটনা ঘটে, যেখানে দুই শিশুসহ ১৩ জন নিহত হন এবং ৩৭ জন আহত হন। মুজাফফরাবাদের কাছে বিলাল মসজিদে হামলায় মারা যান তিনজন, আহত হয় দুই শিশু। কোটলির আব্বাস মসজিদে হামলায় মারা যান এক কিশোর ও এক কিশোরী, আহত হন এক নারী ও তাঁর কন্যা।
পাক-ভারত যুদ্ধে ২৬ বেসামরিক নিহত, মসজিদে হামলা; ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিত
সিয়ালকোট ও শাকরগড়ে হামলা হলেও সেখানে হতাহতের খবর পাওয়া যায়নি। তবে শাকরগড়ের একটি ডিসপেনসারিতে আংশিক ক্ষতি হয়েছে। নিয়ন্ত্রণরেখা (LoC) বরাবর ভারতীয় সেনাবাহিনীর গুলিতে আরও পাঁচ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে পাঁচ বছর বয়সী একটি শিশু।

লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ অভিযোগ করেন, “ভারত ইচ্ছাকৃতভাবে মসজিদে হামলা চালিয়েছে, যা মোদি সরকারের হিন্দুত্ববাদী চরমপন্থার বহিঃপ্রকাশ।”

এদিকে পাকিস্তানি সেনাবাহিনী দাবি করেছে, তারা পাল্টা হামলায় ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে রয়েছে ফ্রান্সের তৈরি তিনটি রাফাল, একটি রাশিয়ান সু-৩০ এবং একটি মিগ-২৯।

পাকিস্তান বলছে, ভারতের এই বিমান হামলা ছিল কাপুরুষোচিত ও উদ্দেশ্যপ্রণোদিত, যার জবাবে তারা দ্রুত পাল্টা সামরিক অভিযান শুরু করেছে।

ভারত অবশ্য দাবি করেছে, তারা ‘অপারেশন সিঁদুর’-এর আওতায় পাকিস্তান ও আজাদ কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালিয়েছে, কিন্তু বেসামরিক স্থাপনায় হামলা হয়নি। পাকিস্তানের দাবি প্রত্যাখ্যান করে ভারত বলেছে, কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার প্রতিক্রিয়াতেই তারা এই অভিযান শুরু করেছে।

Popular Articles