Monday, August 25, 2025

Top 5 This Week

Related Posts

‘অস্ত্রোপচার নয়, স্বাভাবিকভাবেই আমার পরিবর্তন এসেছে’

কৈশোর থেকেই চেহারার আকার নিয়ে নানা রকমের কটাক্ষ শুনেছেন বলিউডের অভিনেত্রী অনন্যা পাণ্ডে। একটা সময় বেশি স্কিনি বা রোগা-পাতলা গড়নে থাকায় বহু মশকরার শিকারও হয়েছেন তিনি। কিন্তু যখন তার মাঝে পরিবর্তন আসতে থাকে, সঙ্গে বাড়তে থাকে নিন্দুকদের তির্যক মন্তব্য।

নিন্দুকরা বলছেন, অস্ত্রোপচার করে নাকি নিতম্বের আকৃতি বৃদ্ধি করেছেন অনন্যা পাণ্ডে। এবার এমন কটাক্ষ নিয়ে খোলাখুলি জবাব দিলেন অভিনেত্রী।

কৈশোরের অভিজ্ঞতা শুনিয়ে অনন্যা বলেছেন, ‘তখন আমার ১৮-১৯ বছর বয়স। খুব রোগা ছিলাম আমি। সেটা নিয়েও মশকরা করা হত। লোকে আমাকে বলত, “আরে, তোমার পা দুটো মুরগির ঠ্যাং-এর মতো।” কেউ আবার বলত, “তোমার চেহারাটাই দেশলাই কাঠির মতো। তোমার তো স্তন বা নিতম্ব কোনোটাই নেই।” এই সব বহু শুনেছি।’
‘অস্ত্রোপচার নয়, স্বাভাবিকভাবেই আমার পরিবর্তন এসেছে’
এবার বয়স বৃদ্ধির সঙ্গে চেহারাতেও ভার এসেছে অনন্যার। আর তা নিয়ে এবার তির্যক মন্তব্য শুনতে হচ্ছে তাকে। তার জবাবে অনন্যা বললেন, ‘আমি স্বাভাবিকভাবেই বড় হচ্ছি। আমার চেহারাও ভারি হচ্ছে স্বাভাবিকভাবেই। কিন্তু বলা হচ্ছে, আমি নাকি অস্ত্রোপচার করিয়ে নিতম্বের আকার বৃদ্ধি করেছি। মানুষ যা-ই করবে, দেখতে যেমনই লাগুক, কটাক্ষ শুনতেই হবে। কিছু সমালোচনা করবেই। বিশেষ করে নারীদের নিয়ে এমন মন্তব্য করা হবেই। পুরুষদের এই অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় বলে মনে হয় না।’

অভিনয়ের জন্যও প্রথম দিকে কটাক্ষের শিকার হয়েছেন অনন্যা। তারকা-সন্তান তকমা থাকার কারণে বারবার সমালোচিত হয়েছেন। কিন্তু গত কয়েকটি ছবি ও সিরিজে অভিনয় করার পর থেকে প্রশংসা পেতে শুরু করেছেন তিনি। ‘খো গায়ে হাম খাঁহা’, ‘কল মি বে’ ও ‘কন্ট্রোল’-এ তার অভিনয় সাড়া ফেলেছিল।

Popular Articles