র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর অভিযানে মোবাইল কোর্টের সহায়তায় ২টি দোকান ও ১৬টি গাড়ির মালিককে বিভিন্ন অপরাধের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেট শহরের বিভিন্ন এলাকা এবং জেলার বিভিন্ন উপজেলায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
র্যাব জানায়, সিলেট পরিবেশ অধিদপ্তর এবং সিলেট বিআরটিএ’র সহযোগিতায় র্যাব-৯ সিলেটের একটি আভিযানিক দল মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেট শহরের বিভিন্ন এলাকা এবং জেলার বিভিন্ন উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে।
অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আদালত নং-১৬, বিআরটিএ সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে শব্দ দূষণ, বায়ু দূষণ, রেজিস্ট্রেশনবিহীন যানবাহন চালনা এবং দোকানের সামনে বালু ফেলে পথরোধের অভিযোগে ১৬টি গাড়ির মালিক ও ২টি দোকানের মালিকসহ মোট ১৮ জনকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ১টি লেগুনা ও ১টি অটোটেম্পু জব্দ করা হয়।
র্যাব জানায়, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযানের পাশাপাশি জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে। বাংলাদেশে প্রচলিত বায়ু দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২২, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধিত ২০১০), শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২৫ এবং বাংলাদেশ সড়ক পরিবহণ আইন-২০১৮ অনুযায়ী সড়কে যানবাহন চলাচল ও ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার নির্দেশনা থাকলেও বাস্তবে এসব আইনের বিধি-নিষেধ লঙ্ঘনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আইন অনুযায়ী এসব অপরাধে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কারাদণ্ড, আর্থিক জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।



