Saturday, July 19, 2025

Top 5 This Week

Related Posts

পর্দায় চরিত্র অনুযায়ী পোশাক পরবো, কিন্তু পাবলিক প্লেসে খোলামেলা পোশাক নয়: চিত্রনায়িকা রিপা

অভিনেত্রী রাজ রিপা আবারও আলোচনায়, তবে এবার কোনো নতুন সিনেমা নয়, বরং তাঁর পোশাক এবং নিজস্ব অবস্থান নিয়ে সরব হয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পোশাক নির্বাচন, গ্ল্যামার, এবং সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে অকপটে কথা বলেন এই অভিনেত্রী।

রাজ রিপা বলেন, “আজকে আমি হিজাব পড়েছি, আমার চেহারা কি বদলে গেছে? আমার ফেস কি চেঞ্জ হয়ে গেছে?” নিজের বক্তব্যে তিনি জানান, পোশাক কখনও কারও ব্যক্তিত্ব বা প্রতিভার মানদণ্ড হতে পারে না।

তিনি বলেন, “অনেক সময় এমন হয় যে আমরা যখন কোনো নির্দিষ্ট পোশাক পরে আসি, তখন কিছু দর্শক তা পছন্দ করে না, বাজে মন্তব্য করে। আমি যখন পর্দার জন্য কাজ করি, তখন চরিত্র অনুযায়ী পোশাক ক্যারি করব। কিন্তু পাবলিক প্লেসে আমার মনে হয় খোলামেলা পোশাকের প্রয়োজন পড়ে না।”

রাজ রিপার মতে, “আমি রাজ রিপা—একটা মাটির মানুষ। আমি যদি এক লাখ টাকার ড্রেস পরি বা এক হাজার টাকার, আমি একই মানুষ। আমার চেহারাই আমার পরিচয়, বেশি শো-অফ করার বা দেখানোর কিছু নেই।”

তিনি আরও যোগ করেন, “আমি চাই মানুষ আমার হিজাব বা শালীন পোশাক দেখে ভালো মন্তব্য করুক, অন্যরাও শিখুক যে পাবলিক প্লেসে খোলামেলা পোশাক এড়ানো উচিত। ১০ জনের বাজে মন্তব্য থেকে বাঁচতে হলেও শালীন চলাফেরা জরুরি।”

রাজ রিপা স্পষ্ট ভাষায় বলেন, “গ্ল্যামার দেখিয়ে নায়িকা হওয়ার দরকার নেই। বাংলাদেশে আমার থেকে অনেক সুন্দরী মেয়ে আছে, সবাই তো নায়িকা হতে পারেনি। কারণ যোগ্যতাই আসল। যোগ্যতা থাকলে আপনি যেকোনো পরিস্থিতিতে উঠে আসবেন, সেখানে রূপ বা গ্ল্যামার মুখ্য নয়।”

নিজের হিজাব পরার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “আমি যখন আয়নায় তাকাই, হেয়ার স্টাইলের থেকে হিজাব পড়লে নিজেকে বেশি সুন্দর লাগে। আমি এটা করি নিজের ভালো লাগার জন্য, কারও জন্য না।”

Popular Articles