Saturday, July 19, 2025

Top 5 This Week

Related Posts

ধর্ম নিয়ে মিথ্যা কথা, অপু বিশ্বাসকে ক্ষমা চাইতে বললেন জয়

বাংলাদেশের মেগাস্টার শাকিব খান ও ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ২০০৮ সালে প্রেম করে গোপনে বিয়ে করেছিলেন। দীর্ঘদিন এ খবর গোপন রেখেছিলেন তারা। এরপর ২০১৭ সালের ১০ এপ্রিল অপু টেলিভিশনের এক লাইভ অনুষ্ঠানে ছেলে জয়কে সঙ্গে নিয়ে তাদের বিয়ের খবর প্রকাশ্যে আনেন। তবে সেই সংসার বেশিদিন স্থায়ী হয়নি।

এদিকে বিয়ের খবর প্রকাশের পর গুজব ওঠে যে অপু বিশ্বাস হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। যদিও অপু এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আসলে তিনি বরাবরই হিন্দু ধর্মের অনুসারী ছিলেন এবং ধর্ম পরিবর্তনের বিষয়ে মিথ্যা বলতে হয়েছিল ক্যারিয়ার এবং সন্তানের কথা ভেবে।

যে সাক্ষাৎকারে অপু বিশ্বাস এ কথা বলেছিলেন, তার সঞ্চালনায় ছিলেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। বিষয়টি নিয়ে ফের সংবাদ ও বিতর্ক তৈরি হতেই সামাজিক মাধ্যমে অপুর উদ্দেশ্যে একটি পোস্ট দিলেন জয়। পোস্টে তিনি অপুর উদ্দেশে বলেন, প্রিয় অপু বিশ্বাস৷ ধর্ম নিয়ে মিথ্যা কথা বলা যায় না।
ধর্ম নিয়ে মিথ্যা কথা, অপু বিশ্বাসকে ক্ষমা চাইতে বললেন জয়
ধর্ম নিয়ে মিথ্যে মানে তুমি একবার বিশ্বাস করছো আল্লাহকে। আরেকবার বলছো বিশ্বাস করো না। মুসলমান ভাই বোনেরা তোমার এই মিথ্যাতে কষ্ট পেয়েছে। একইভাবে তোমার ধর্মের মানুষও তাতে বিব্রত হয়েছে। ক্যারিয়ার স্বামী সন্তান সব কিছুকে ব্যালেন্স করতে গিয়ে তুমি যে মিথ্যার আশ্রয়টি নিয়েছো তা তোমাকে আশ্রয়হীন বানিয়ে দিয়েছে। তোমার নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত। ক্ষমা চাওয়া এবং ক্ষমা করে দেওয়া এই দুটোই অনেক বড় মহত্ত্বের কাজ। তুমি মহৎ হও অন্যরাও তোমার সাথে মহত্ত্বের পরিচয় দেবে।

তবে অপুর এই সত্যিটা প্রকাশ্যে আনার কারণস্বরূপ তিনি বলেন, আমি ভুলে গিয়েছিলাম আমি যদি মারা যাই তখন আমার কাছের ভাই-বন্ধুরা আছেন। আমার যে অনুরাগী বা দর্শকরা আছেন তারা আমাকে কী করবে? মাটি দেবে নাকি আগুনে পুড়াবে? মানুষ তো তখন দ্বিধায় পড়ে যাবে। শাকিব খানের সঙ্গে তো আমার সম্পর্ক নেই। এই জন্য সত্য তো আমাকে বলতেই হতো।

Popular Articles