Sunday, June 15, 2025

Top 5 This Week

Related Posts

সিলেটে কাজিরবাজারের প্রধান আকর্ষণ “ব্লাক ডায়মন্ড ও পিংক ডায়মন্ড “

সিলেট এবার কুরবানির পশুর হাটে দেখা মিললো অদ্ভুত নামের দুইটি মহিষের। গায়ের রঙের সাথে নাম মিলিয়ে রাখা হয়েছে পশু দুটির। যেখতে ব্লাক কালারের হওয়াতে কালো রঙের একটি মহিষকে ব্লাক ডায়মন্ড এবং অপরটির পুরো শরীর পিংক কালারের হওয়াতে একটির নাম পিংক ডায়মন্ড রাখা হয়েছে।

বুধবার (৪জুন) সরেজমিনে দেখা যায়, সিলেটের কাজিরবাজারের পশুর হাটে মহিষ দুটি দেখতে ভীড় জমিয়েছেন শিশু থেকে শুরু করে নানা বয়সের মানুষ। যেখানে অনেকেই দেখা যায়।
সিলেটে কাজিরবাজারের প্রধান আকর্ষণ "ব্লাক ডায়মন্ড ও পিংক ডায়মন্ড "
গরুর মালিক মোয়াজ্জেম আহমেদ নতুন সিলেটকে বলেন, মৌলভীবাজারের আরকে ডেইরি ফার্ম থেকে আমরা এই দুইটি মহিষ নিয়ে এসেছি অনেকেই দামাদামি করছেন তবে এখনো প্রাপ্য দাম পাইনি । পেলে ছেড়ে দেবো। প্রতিদিন এই মহিষ দুইটি দেখতে নানা বয়সী মানুষ ভীড় জমান।

গরু কিনতে আসা উবেদ আহমেদ নামের এক ক্রেতা বলেন, এ বছর দেশী গরুর দাম তুলনামূলক ভাবে একটু বেশি । আমি একটি গরু কেনার জন্য ছেলেদের নিয়ে এসেছি । যদি দাম ধরে পোষায় তাহলে এখান থেকে কিনতে পারি।

Popular Articles