Tuesday, July 1, 2025

Top 5 This Week

Related Posts

সিলেটে বন্ধুদের নিয়ে তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধ র্ষ ণ, স্বীকারোক্তী

সিলেটে বন্ধুদের নিয়ে তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষনের দায়ে দুই ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাদেরকে আদালতে সোর্পদ করা হলে সাবেক স্বামী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন জৈন্তাপুর থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুদ্দোজামান। এর আগে রবিবার বিকেলে কৃষকের ছদ্মবেশে দরবস্ত বাজার থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের ফান্দু গ্রামের মৃত আবদুল কালামের ছেলে আবদুল মুমিন (৩০) ও একই ইউনিয়নের করগ্রামের মুজিবুর রহমানের ছেলে বদরুল ইসলাম (৩০)। অপর অভিযুক্ত পলাতক।

পুলিশ জানায়, শনিবার দুপুরে এক নারী ও তার ১২ বছর বয়সী ছেলে চিকিৎসার জন্য জৈন্তাপুরের দরবস্ত বাজারে যান। এসময় তার প্রাক্তন স্বামী আবদুল মুমিন জরুরি কথা আছে বলে ছেলেকে গাড়িতে তুলে তার নানাবাড়িতে পাঠিয়ে দিয়ে ওই নারীকে দরবস্ত ইউনিয়নের খড়িকাপুঞ্জি গ্রামের একটি পরিত্যক্ত গরুর খামারে নিয়ে যায়। সেখানে পূর্ব থেকে অবস্থান করছিলেন মুমিনের দুই বন্ধু। ওই নারীকে সেখানে শনিবার রাত সাড়ে ১২টা পর্যন্ত আটকে রেখে মুমিন ও তার দুই বন্ধু ধর্ষন করে ফেলে যায়। গভীর রাতে সেখান থেকে মুক্ত হয়ে ওই নারী তার এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। রবিবার তিনি জৈন্তাপুর থানায় অভিযোগ করেন।
সিলেটে সাবেক স্বামীসহ তিনজনের ধ র্ষ নের শিকার গৃহবধু, কৃষক সেজে দুই ধ র্ষ ককে ধরলো পুলিশ
জৈন্তাপুর থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, অভিযোগ পাওয়ার পর থানপুলিশের একটি দল কৃষকের ছদ্মবেশে দরবস্ত বাজারে অভিযান চালিয়ে মুমিন ও বদরুলকে গ্রেফতার করেন। সোমবার তাদেরকে আদালতে সোর্পদ করা হলে ওই নারীর প্রাক্তন স্বামী আবদুল মুমিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আদালতের বরাত দিয়ে ওসি বদরুজ্জামান জানান, প্রাক্তন স্বামী মুমিন ধর্ষনের দায় স্বীকার করেছেন। তিনি কৌশলে তার প্রাক্তন স্ত্রীকে নির্জন জায়গায় নিয়ে দুইবন্ধুসহ ধর্ষনের কথা স্বীকার করেছে মুমিন। মামলার অপর আসামীকে গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

Popular Articles