Friday, July 4, 2025

Top 5 This Week

Related Posts

দাঁড়িয়ে থাকা বোয়িং বিমানে আঘাত করলো লাগেজ ট্রলি

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিংয়ে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজে আঘাত করেছে একটি লাগেজ খাঁচা ট্রলি। এতে উড়োজাহাজটির বাইরের অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ সময় বিমানের ভেতরে কোনো যাত্রী ছিলেন না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিমানবন্দর সূত্র জানায়, রোববার সন্ধ্যা ৬টার দিকে ব্যাংকক থেকে ঢাকায় পৌঁছায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৯ ফ্লাইটটি। নির্ধারিত পার্কিং বেতে থামার পর যাত্রী নামিয়ে নেওয়া হয় এবং লাগেজ সংগ্রহের জন্য আনা হয় খাঁচা ট্রলি।

ঘটনার সময় কাছেই পার্কিংয়ে থাকা একটি ড্যাশ ৮ উড়োজাহাজ অভ্যন্তরীণ রুটে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। উড্ডয়নের ঠিক আগমুহূর্তে উড়োজাহাজটির পাখার সৃষ্ট বাতাসে লাগেজ ট্রলিটি সরে গিয়ে পার্কিংয়ে থাকা বোয়িং ৭৩৭-এ ধাক্কা দেয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর বলেন, ট্রলিটি চলমান ছিল না, সেটি স্থির অবস্থায় ছিল। ড্যাশ ৮ উড়োজাহাজের পাখার বাতাসে সেটি সরে গিয়ে বোয়িং প্লেনটিকে আঘাত করে। তবে ঘটনাটি যাত্রীশূন্য অবস্থায় ঘটায় বড় ধরনের কোনো বিপদ ঘটেনি।

তিনি আরও জানান, বিমানের ইঞ্জিনিয়ারদের একটি দল ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণের জন্য কাজ করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

Popular Articles