সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের (বিমানে উঠার সিড়ি) চাকা ফেটে গুরুতর আহত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বিমানবন্দরে নিয়মিত মেরামত কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুম্মান আহমদ টেকনিশিয়ান হিসেবে আউট সোর্সিংয়ে ওসমানী বিমানবন্দরে কাজ করতেন। তিনি সিলেটের বিমানবন্দর থানার খাদিমনগর ইউনিয়নের লুসাইন গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় কাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের দুইজন কর্মী দুর্ঘটনার শিকার হন বলে নিশ্চিত করেন বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ। এনামুল নামে গুরুতর আহত অপরজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিমানবন্দরের পরিচালক জানান, এটি একটি রুটিন কাজ ছিল। হঠাৎ দুর্ঘটনায় দুজন আহত হন। তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হলেও একজনকে বাঁচানো যায়নি। তবে এ দুর্ঘটনায় বিমানবন্দর কিংবা বিমানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
নিহত রুম্মানের চাচা আব্দুল কাইয়ুম জানান, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রুম্মানের আইসিইউতে ভর্তির প্রয়োজনীয়তা দেখা দেয়। সেখানে আইসিইউর সিট খালি না পাওয়ায় তাকে নিয়ে যাওয়ায় হয় রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা জানান, রুম্মান আর বেঁচে নেই।