Monday, January 19, 2026

Top 5 This Week

Related Posts

সিলেটে বিদায় মুরাদ, এলেন সারোয়ার

সিলেটে এসেছিলেন তিনি জেলা প্রশাসক হিসাবে। ফিরেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হয়ে। সাদাপাথরকাণ্ডে শের মো. মাবুব মুরাদের এমন বিদায়।

এদিকে সিলেটের নতুন জেলা প্রশাসক সারোয়ার আলমও কর্মস্থলে পৌঁছেছেন।

বুধবার রাত ৮টার দিকে তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাকে স্বাগত জানান জেলা প্রশাসনের কর্মকর্তারা।

দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করা সাদাপাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের যোগসাজশ পাওয়া গেছে বলে সম্প্রতি ঢাকায় সাংবাদিকদের সাথে আলাপকালে মন্তব্য করেছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহনেরও ঘোষণা দিয়েছিলেন তিনি।

পরদিনই সরকার সিলেটের জেলা প্রশাসক শের মো. মাহবুব মুরাদকে ওএসডি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ও র‌্যাবের সাবেক আলোচিত ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমকে সিলেটে জেলা প্রশাসকের দায়িত্ব দিয়ে পরিপত্র জারি করে।

সারোয়ার আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের একান্ত সচিব হিসাবে দায়িত্ব পালন করছিলেন।

এদিকে বুধবার বিকালেই বিদায়ী জেলা প্রশাসক মাহবুব মুরাদ সিলেট ছাড়েন। তার আগে তাকে জেলা প্রশাসন কার্যালয়ে কর্মকর্তারা বিদায়ী শুভেচ্ছা জানান।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার থেকেই সারোয়ার আলম সিলেটের জেলা প্রশাসক হিসাবে আনুষ্ঠানিক দায়িত্ব পালন শুরু করবেন।

Popular Articles