সিলেটের কানাইঘাটে চাচা ও চাচাতো ভাইদের হামলায় আহত হয়ে সাইদুর রহমান (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। শনিবার সকালে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
হামলার ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বাদ জুম’আ কানাইঘাট উপজেলার দিঘীরপার পূর্ব ইউনিয়নের শাহাপুর গ্রামে।এ ঘটনায় আরো আহত হয়েছেন নিহতের ভাই ফরিদ আহমদ ও আব্দুর রহমান। তারা বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদ আহমেদের ১০ টি হাঁস তার চাচাতো ভাই ইমরান আহমেদের জমিতে গত মঙ্গলবার নামে। ক্ষেতের জমিতে কীটনাশক ছিটানো থাকার কারণে ৭টি হাঁস মারা যায়। এবিষয়ে ফরিদ আহমদ এলাকায় বিচার প্রার্থী হন। এতে ক্ষিপ্ত হয়ে চাচাতো ভাই ইমরান আহমদ,তার মা লেছু বেগম ও বাবা রকিব আলী শুক্রবার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে সাইদুর রহমান, ফরিদ আহমদ ও আব্দুর রহমানকে ছুরি দা লাঠিসোটা দিয়ে অতর্কিত হামলা চালান।তাদের হামলায় গুরুতর আহত হন তিন ভাই।
চিকিৎসাধীন অবস্থায় গুরুতর জখমী সাইদুর রহমান শনিবার ভোর ৫ টার দিকে মারা যান। অপর ভাই ফরিদ আহমদ (২৫) আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজের হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন এবং আব্দুর রাহমান (২৯) একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কানাইঘাট থানা পুলিশ ঘটনার সাথে জড়িত রকিব আলী (৬৫) সড়কের বাজার এলাকা থেকে ও তার ছেলে ঘটনার মূল হোতা ইমরান আহমদকে সিলেট শহর থেকে আটক করেছে।
এব্যাপারে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আউয়াল জানান ঘটনার সাথে জড়িত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।