সিলেট শহরতলীর খাদিম দাসপাড়া নোয়াগাঁও এলাকার এক আমেরিকা প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পরিবারের সদস্যদের মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়ে গেছে।
সোমবার (১ সেপ্টেম্বর) ভোররাতে আমেরিকা প্রবাসী কমর উদ্দিনের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার (১ সেপ্টেম্বর) ভোররাতে মুখোশ পরিহিত অবস্থায় ৫ জন ডাকাত সদস্য গেট ভেঙে বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে বাড়িতে লুট শুরু করে। এ সময় ডাকাতদের বাধা দিতে গেলে আমেরিকা প্রবাসী কমর উদ্দিন ও তার পরিবারের সদস্যদের উপর হামলা করেন ডাকাত দলের সদস্যরা।
এসময় ডাকাতরা আলমারিতে রাখা ২২ ভরি স্বর্ণালঙ্কার, একটি ব্যাগের মধ্যে থাকা নগর ৫৫ হাজার টাকা ও একটি বাংলাদেশী পার্সপোর্ট এবং একটি স্যামসাং এন্ড্রোয়েড মোবাইল ফোন নিয়ে যায়। পরবর্তীতে বাড়ির লোকজনের চিৎকার চেচামেচি শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাত দলের সদস্যরা দ্রুত বাড়ি ত্যাগ করেন। এসময় তারা ৩ রাউন্ড ফাকা গুলি ছুড়েন। পরে শাহপরাণ (রহ.) থানাপুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
আমেরিকা প্রবাসী কমর উদ্দিনের ভাগনা খালেদ জানান, ‘সোমবার ভোররাতে মুখোশ পরিহিত ৫ জন ডাকাত সদস্য গেট ভেঙে বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে বাড়িতে লুট শুরু করে। এ সময় তারা আমেরিকা প্রবাসী কমর উদ্দিনকে গুরুতর আহত করেন। এসময় ডাকাতরা আলমারিতে রাখা ২২ ভরি স্বর্ণালঙ্কার, একটি ব্যাগের মধ্যে থাকা নগর ৫৫ হাজার টাকা ও একটি বাংলাদেশী পার্সপোর্ট এবং একটি স্যামসাং এন্ড্রোয়েড মোবাইল ফোন নিয়ে যায়। বাড়ির লোকজনের চিৎকার চেচামেচি শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাত দলের সদস্যরা দ্রুত বাড়ি ত্যাগ করার সময় তারা ৩ রাউন্ড ফাকা গুলি ছুড়েন। পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।
শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘দাসপাড়ার নোয়াগাঁও এলাকায় এক প্রবাসীর ডাকাতির ঘটনা শুনে পুলিশসহ প্রশাসনের বিভিন্ন দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষয়ক্ষতির পরিমানটা এখন বলা যাচ্ছে না। এই বিষয়ে এখনও কোনো মামলা কিংবা অভিযোগ হয়নি। ভুক্তভোগীরা মামলা বা অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা শুরু হবে।’




