সিলেট নগরীর আম্বরখানার দুটি আবাসিক হোটেল থেকে ৫ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শেখ মো. মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- রাকিবুল ইসলাম (১৯), শহীদ আহমদ (২১), ফাবিয়া সুলতানা (২২), ডালিয়া ও রুবিনা (২২)
সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, আটককৃতরা হোটেলে অনৈতিক কার্যকলাপে জড়িত ছিল। এমন অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।