Saturday, September 13, 2025

Top 5 This Week

Related Posts

বিয়ানীবাজারে সাতার প্রশিক্ষনে নেমে ডুবে প্রাণ গেল ৭ম শ্রেনীর ছাত্রের

সাঁতার প্রতিযোগিতার প্রশিক্ষণে গিয়ে পানিতে তলিয়ে গেলো বিয়ানীবাজারের এক ক্ষুদে শিক্ষার্থী। পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাজেদ আহমদ।

বিয়ানীবাজার পৌরশহরের পন্ডিত পাড়া গ্রামের ইমাম উদ্দিনের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে আন্ত:ক্লাস সাঁতার প্রতিযোগিতায় অংশ নিতে স্কুলের পাশে একটি পুকুরে মাজেদসহ অন্যান্যরা সাঁতারকাটা প্রতিযোগিতা করেন। সাঁতার কাটতে গিয়ে হাঁপিয়ে উঠলে পানির নিচে একপর্যায়ে সে তলিয়ে যায়।

সেখান থেকে তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সেলিম উদ্দিন।

তরুণ এই শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে। তাকে ঘিরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অবিভাবকদের মাঝে শোকের মাতম চলছে।

Popular Articles